ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

মেরকেলের বিদায়, ইউরোপে নেতৃত্বে শূন্যতা তৈরি করবে

প্রকাশিত: ০৫:৫২, ১ নভেম্বর ২০১৮

মেরকেলের বিদায়, ইউরোপে নেতৃত্বে শূন্যতা তৈরি করবে

জার্মান চ্যান্সেলর এ্যাঞ্জেলা মেরকেল সোমবার ঘোষণা দিয়েছেন যে, তিনি আর দলীয় প্রধান বা চ্যান্সেলর হিসেবে নির্বাচন করবেন না। তার দায়িত্ব ছেড়ে দেয়ার মধ্য দিয়ে ইউরোপকে এখন যুক্তরাষ্ট্রের প্রভাব বলয় থেকে মুক্তি পেতে দ্রুতই কাজ করতে হবে। যাতে নতুন নেতা এসে তার রেখে যাওয়া কাজ সমাপ্ত করতে পারেন। সিএনবিসি। মেরকেল জার্মানির নেতা হিসেবে তিনি এখন তার সময় গুটিয়ে নিতে শুরু করেছেন। তিনি পরবর্তী ফেডারেল নির্বাচনেও অংশ নেবেন না। তার সময় দ্রুতই ফুরিয়ে যাচ্ছে। তিনি ক্রিস্টিয়ান ডেমোক্র্যাটিক ইউনিয়ন (সিডিইউ) দলের চেয়ারপার্সন হিসেবেও পুননির্বাচন করবেন না। এমন এক সময়ে তিনি ক্ষমতা থেকে সরে যাওয়ার ঘোষণা দিলেন যখন তার দল আঞ্চলিক নির্বাচনগুলোতে খুব খারাপভাবে হেরে যাচ্ছে। তিনি বাম ও ডান উভয়পন্থী ভোটার হারাচ্ছেন। তার জায়গায় তিনজন প্রার্থীর কথা এখন সিডিইউ ও সরকার পরিচালনায় আলোচিত হচ্ছে। তারা হচ্ছেন জেনস স্পাহেন, এ্যানেগ্রত কারম্প-কারেনবাউয়ার ও ফ্রেডরিক মিরজ। ইতোমধ্যে তারা দলের নেতৃত্ব নেয়ার প্রস্তুতি নিচ্ছেন। ডিসেম্বরে অনুষ্ঠিত দলীয় কনফারেন্সে সিদ্ধান্তটি নেয়া হবে। যদিও মেরকেল তার উত্তরসূরি কে হবেন সে ব্যাপারে কারও কথা বলেন নি। মেরকেলের দায়িত্ব ছেড়ে দেয়ার ঘোষণাটি জার্মানির অরাজক পরিস্থিতির মধ্যে দেয়া হয়েছে বলে এক বিশেষজ্ঞ বর্ণনা করেছেন। তিনি মেরকেলকে আহত পাখি হিসেবে অভিহিত করেছেন। তিনি বলেন, যদি মেরকেল চ্যান্সেলর হিসেবে থেকে যানও তারপরও ২০২১সালের আগে তার নেতৃত্ব নিয়ে কেউই কোন চ্যালেঞ্জ জানাবেন না। যদিও তার অপসারণটি কৌশলগতভাবে পার্লামেন্টের মাধ্যমে করা যেতে পারে অনাস্থা প্রস্তাব দিয়ে। যা খুবই অপ্রচলিত। সর্বশেষ ১৯৮২ সালে এ ধরনের পদক্ষেপ সফল হয়েছিল সে সময়কার চ্যান্সেলর হেলমুট স্কমিডটের সময়ে।
×