ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

অস্থিতিশীলতার আবর্তে হারিয়ে যেতে পারে শ্রীলঙ্কা

প্রকাশিত: ০৫:৫১, ১ নভেম্বর ২০১৮

অস্থিতিশীলতার আবর্তে হারিয়ে যেতে পারে শ্রীলঙ্কা

শ্রীলঙ্কায় প্রধানমন্ত্রী রনিল বিক্রমসিংগেকে পদচ্যুত করে তার স্থলে মানবাধিকার লঙ্ঘনের সঙ্গে সম্পৃক্ত সাবেক প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপাকসেকে নিয়োগ দেয়ায় দেশ এক গোলযোগ পরিস্থিতির সম্মুখীন হয়েছে। দেশের এ অর্থনৈতিক বৈরী অবস্থায় এ আকস্মিক পরিবর্তনে নীতিনির্ধারণ ও ব্যবসা আস্থার ওপর বিরূপ প্রভাব পড়তে পারে এবং এ পরিবর্তন অপ্রতুল নগদ অর্থের এ দক্ষিণ এশীয় দেশটিকে বেজিংয়ের সম্পৃক্ততার দিকে ঠেলে দেবে। দেখা দিতে পারে সাংবিধানিক সঙ্কট এবং এ সঙ্কটে অস্থিতিশীল হয়ে উঠতে পারে শ্রীলঙ্কা। শ্রীলঙ্কার প্রেসিডেন্ট সিরিসেনা শুক্রবার প্রধানমন্ত্রী রনিল বিক্রয় সিংগেকে বরখাস্ত করেন এবং তার স্থলাভিষিক্ত করে মাহিন্দা রাজপাকসেকে শপথ পাঠ করান। সিরিসেনা এরপর পার্লামেন্ট অধিবেশন তিন সপ্তাহ পিছিয়ে দেন এবং রাজাপাকসের বিরুদ্ধে অনাস্থা ভোট অনুষ্ঠানে পার্লামেন্ট সদস্যদের বাধা দেন। রাজাপাকসে সিরিসেনার কাছে পরাজিত হওয়ার আগে ২০০৫ থেকে ২০১৫ সাল পর্যন্ত দেশ শাসন করেন। তার শাসনকালে বাকস্বাধীনতা খর্ব করা হয়েছে এবং সমালোচকদের ওপর নির্যাতন চালানো হয়েছে। পার্লামেন্ট স্থগিত হওয়ার পর মার্কিন পররাষ্ট্র দফতর অবিলম্বে আবারও পার্লামেন্ট অধিবেশন ডাকার জন্য সিরিসেনার প্রতি আহ্বান জানিয়েছে। শ্রীলঙ্কার অর্থমন্ত্রী ও গণমিডিয়া মাঙ্গালা সমরবীরার এক টুইটে বলা হয়েছে- রাজাপাকসের নিয়োগ এক গণতন্ত্রবিরোধী অভ্যুত্থানের সমার্থক। বিক্রমসিংগে ইতোমধ্যে প্রধানমন্ত্রী হিসেবে তার পদত্যাগ করতে অস্বীকৃতি জানিয়েছেন। -সিএনবিসি
×