ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

‘১৪ বছরের আগে মোবাইল নয়’

প্রকাশিত: ০৫:৫০, ১ নভেম্বর ২০১৮

‘১৪ বছরের আগে মোবাইল নয়’

শিশুর হাতে ১৪ বছরের আগে কোনভাবেই মোবাইল দেয়া যাবে না বলে মত দিয়েছেন তথ্যপ্রযুক্তি সম্রাট উইলিয়াম বিল গেটস। তার মতে, বাবা-মায়ের দায়িত্ব পালন খুব সহজ কাজ নয়। অভিভাবকরাই ঠিক করবেন একজন শিশুর বেড়ে ওঠা কেমন হবে। তাই শিশুর হাতে কখন মোবাইল তুলে দেবেন, সে সিদ্ধান্তও অভিভাবকের। তবে আমি মনে করি ১৪ বছরের আগে শিশুদের মোবাইল ফোন দেয়া উচিত হবে না। নিজের সন্তানদের ক্ষেত্রেও এই বিষয়ে যথেষ্ট কঠোর ছিলেন বিল গেটস। তার তিন সন্তানের বয়স যথাক্রমে ২০, ১৭ ও ১৪ বছর। এদের কেউই হাইস্কুলে ওঠার আগে মোবাইল হাতে পাননি। এর আগেও সন্তানের হাতে মোবাইল তুলে দেয়া নিয়ে একই কথা জানিয়েছিলেন বিল। -ওয়েবসাইট অবলম্বনে
×