ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

প্রধানমন্ত্রী চট্টগ্রামে ২৮ হাজার কোটি টাকার প্রকল্প উদ্বোধন করবেন আজ

প্রকাশিত: ০৫:৪৮, ১ নভেম্বর ২০১৮

প্রধানমন্ত্রী চট্টগ্রামে ২৮ হাজার কোটি টাকার প্রকল্প উদ্বোধন করবেন আজ

জনকণ্ঠ ডেস্ক ॥ প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বৃহস্পতিবার সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে কুষ্টিয়ায় দীর্ঘ প্রতীক্ষিত বাইপাস সড়ক, ফেনী জেলা কারাগার এবং চট্টগ্রাম বন্দরের বে-টার্মিনালসহ ২৮ হাজার কোটি টাকার প্রকল্পের উদ্বোধন করবেন। খবর স্টাফ রিপোর্টার ও নিজস্ব সংবাদদাতার। জানা গেছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বৃহস্পতিবার চট্টগ্রাম বন্দরের বে-টার্মিনালসহ চট্টগ্রামের ২৮ হাজার কোটি টাকা প্রকল্পের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করবেন। গণভবন থেকে সকাল ১০টায় প্রকল্পগুলোর উদ্বোধনী কার্যক্রম সম্প্রচারিত হবে। এসব প্রকল্পের মধ্যে রয়েছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (চউক) বাস্তবায়নাধীন নগরীর লালখান বাজার থেকে বিমানবন্দর পর্যন্ত এলিভেটেড এক্সপ্রেসওয়ে, চাক্তাই থেকে কালুরঘাট পর্যন্ত শহররক্ষা বাঁধ, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের বে-টার্মিনাল, পতেঙ্গা থেকে ফৌজদারহাট পর্যন্ত আউটার রিং রোড প্রকল্প এবং ১৯৮৮ সালের ২৪ জানুয়ারি শেখ হাসিনার জনসভায় গুলিবর্ষণে নিহতদের স্মরণে চট্টগ্রাম আদালত অঙ্গনে স্মৃতিসৌধ। প্রকল্পগুলো বাস্তবায়িত হলে চট্টগ্রামের চেহারা পাল্টে যাবে বলে মনে করছেন নগর পরিকল্পনাবিদ এবং চট্টগ্রাম বন্দর ব্যবহারের সঙ্গে সংশ্লিষ্টরা। চউক চেয়ারম্যান আবদুচ ছালাম জানান, প্রকল্পগুলোর মধ্যে আউটার রিং রোড ও স্মৃতিসৌধ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়া বৃহস্পতিবারই শুরু হবে এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ কাজ। ভিত্তিপ্রস্তর স্থাপিত হবে চাক্তাই থেকে কালুরঘাট পর্যন্ত শহর রক্ষা বাঁধ নির্মাণ কাজের। চউকের প্রকল্পগুলোর জন্য ব্যয় ধরা হয়েছে ১৮ হাজার কোটি টাকা। পতেঙ্গা থেকে ফৌজদারহাট পর্যন্ত ১৭ কিলোমিটার দীর্ঘ আউটার রিং রোড নির্মাণের কাজ একেবারেই শেষ পর্যায়ে। প্রধানমন্ত্রী আজ প্রকল্পটিও উদ্বোধন করবেন। এ সড়ক চালু হয়ে গেলে চট্টগ্রাম নগরীর জীবনযাত্রায় বড় ধরনের পরিবর্তন আসবে। জোয়ারের পানি থেকে রক্ষা পাবে নগরীর হালিশহর, পতেঙ্গা ও ফৌজদারহাট পর্যন্ত উপকূলীয় এলাকার মানুষ। ৩০ ফুট উচ্চতার এ সড়কটি ১শ’ ফুট চওড়া, যা একইসঙ্গে শহর রক্ষা বাঁধ হিসেবে কাজ করবে। রিং রোডের বিভিন্নস্থানে ১১টি স্লুইসগেট স্থাপন করা হয়েছে। সাগরের ঢেউ ও জোয়ার মোকাবেলার জন্য রয়েছে সুরক্ষিত প্রাচীর। এই সড়কে যান চলাচল শুরু হয়ে গেলে বন্দরের পণ্যবাহী ট্রাক, কভার্ডভ্যান শহর এড়িয়ে সহজে গন্তব্যে পৌঁছতে পারবে। চট্টগ্রামের কর্ণফুলী টানেলকে বিবেচনায় রেখে এ সড়ক নির্মাণ করা হয়েছে। আউটার রিং রোড যুক্ত হয়ে যাবে টানেলের সঙ্গে। শহরে পণ্যবাহী ট্রাক-কভার্ডভ্যান প্রবেশ কমে গেলে হ্রাস পাবে যানজট। চট্টগ্রাম বন্দর সূত্র জানায়, স্বপ্নের বে-টার্মিনাল নির্মাণ কাজ আলোর মুখ দেখতে যাচ্ছে প্রধানমন্ত্রীর উদ্বোধনের মধ্য দিয়ে। এটি নির্মাণে ব্যয় ধরা হয়েছে প্রায় ১৭ হাজার কোটি টাকা। দেশের অর্থনীতির সঙ্গে পাল্লা দিয়ে বন্দরের সক্ষমতা বাড়াতে এই প্রকল্প গৃহীত হয়েছে। সাগরপারে বে-টার্মিনাল নির্মিত হলে ভিড়তে পারবে অনেক বড় এবং বেশি জাহাজ। প্রধানমন্ত্রীর ভিত্তিপ্রস্তর স্থাপনের মাধ্যমে শুরু হতে যাচ্ছে টার্মিনালটির নির্মাণ কাজ। এর ফলে বন্দরের উৎপাদনশীলতা ও সক্ষমতা কয়েকগুণ বেড়ে যাবে। কুষ্টিয়া ॥ আজ বৃহস্পতিবার উদ্বোধন হচ্ছে দীর্ঘ প্রতীক্ষিত কুষ্টিয়া শহর বাইপাস সড়ক। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে আজ সকাল ১০টায় নবনির্মিত বাইপাস সড়কটি উদ্বোধন করবেন। এ উপলক্ষে কুষ্টিয়া জেলা প্রশাসন ও সড়ক বিভাগের পক্ষ থেকে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। ফেনী ॥ জেলা হওয়ার ৩৪ বছর পর আজ বৃহস্পতিবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে ফেনী জেলা কারাগার উদ্বোধন করবেন। ১৯৮৪ সালে ফেনী জেলা হওয়ার পর থেকে স্থান নির্ধারণের জটিলতার কারণে এতটি বছর ফেনী কারাগার নির্মাণ করা হয়নি। বর্তমান সরকার ২০০৮ সালে ক্ষমতায় আসার পর স্থান নির্ধারণ করে ফেনী কারাগারের নির্মাণ কাজ শুরু করে। বর্তমানে নতুন জেলা কারাগারে জেলকোড অনুসারে একজন বন্দীর জন্য ৩৬ বর্গফুট (৬ফুট ৬ফুট) হিসাবে ধারণক্ষমতা নির্ধারণ করা হয়েছে ৩৮০ জন। এতে ৩৩০ পুরুষ, ৪০ মহিলা ও ১০ কিশোরের জন্য আলাদা ভবন করা হয়েছে।
×