ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

মিয়ানমার প্রতিনিধি দলের আশ্রয় শিবির পরিদর্শন

১৫ নবেম্বর থেকেই শুরু রোহিঙ্গা প্রত্যাবাসন

প্রকাশিত: ০৫:৪৬, ১ নভেম্বর ২০১৮

১৫ নবেম্বর থেকেই শুরু রোহিঙ্গা প্রত্যাবাসন

মোয়াজ্জেমুল হক/ এইচএম এরশাদ ॥ আগামী ১৫ নবেম্বর থেকেই বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গাদের প্রত্যাবাসন শুরুর ঘোষণা দিয়েছেন মিয়ানমার পররাষ্ট্র সচিব মিন্ট থোয়ে। তিনি বলেছেন, ধাপে ধাপে প্রথমে ৫ হাজার ও পরে ২ হাজার তালিকাভুক্ত রোহিঙ্গা ফেরত নেয়া হবে। এরপর এ প্রক্রিয়ায় যাবে অন্যরা। মিয়ানমারের পররাষ্ট্র সচিব মিন্ট থোয়ের নেতৃত্বে একটি প্রতিনিধি দল বুধবার সকালে কক্সবাজারের উখিয়ার কুতুপালংয়ে রাখাইন রাজ্য থেকে পালিয়ে এসে আশ্রিত রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন। পরিদর্শন শেষে প্রতিনিধি দলে নেতৃত্বদানকারী পররাষ্ট্র সচিব মিন্ট থোয়ে বলেন, রোহিঙ্গাদের নাগরিকত্বসহ অন্যান্য দাবি বিবেচনা করা হবে। আশ্রিত রোহিঙ্গাদের সঙ্গে কথা বলার সময় তিনি তাদের জানিয়েছেন, যেসব রোহিঙ্গা নিজ দেশে প্রত্যাবাসিত হবে এর ছয়মাস পর তারা নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন। সকালে ১৬ সদস্যের প্রতিনিধি দল নিয়ে মিয়ানমার পররাষ্ট্র সচিব মিন্ট থোয়ে বিমানযোগে ঢাকা থেকে কক্সবাজার পৌঁছান। বেলা ১১টায় তাদের নেয়া হয় উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে। এ প্রতিনিধি দলের সঙ্গে ছিলেন বাংলাদেশের পররাষ্ট্র সচিব এম শহীদুল হক, চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মোঃ আবদুল মান্নানসহ উর্ধতন কর্মকর্তারা। ক্যাম্প পরিদর্শনে গিয়ে মিয়ানমার প্রতিনিধি দলের সদস্যরা আশ্রিত রোহিঙ্গাদের সঙ্গে কথা বলেন। শতাধিক রোহিঙ্গার পক্ষে এ সময় রাখাইনে ঘটে যাওয়া নির্যাতন নিপীড়ন, বাড়িঘর জ্বালিয়ে দেয়া, যুবতী ও নারীদের ধর্ষণের তথ্য তুলে ধরা হয়। এর পাশাপাশি তাদের নাগরিকত্বসহ অন্য দাবি দাওয়াও জানানো হয়। মিয়ানমার প্রতিনিধি দলের নেতা মিন্ট থোয়ে রোহিঙ্গাদের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন এবং উত্তরে এসব দাবি দাওয়া বিবেচনার আশ্বাস দেন। এরপর কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের ডি-৫ কমিউনিটি হলে গণমাধ্যম কর্মীদের ব্রিফিং করেন পররাষ্ট্র সচিব মিন্ট থোয়ে। এ সময় আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার প্রতিনিধি দলের সদস্যরাও উপস্থিত ছিলেন।
×