ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

১শ’ ৫৩ কোটি টাকার সার আত্মসাত ॥ দু’জনের বিরুদ্ধে দুদকের মামলা

প্রকাশিত: ০৫:৪৪, ১ নভেম্বর ২০১৮

১শ’ ৫৩ কোটি টাকার  সার আত্মসাত ॥ দু’জনের বিরুদ্ধে দুদকের মামলা

স্টাফ রিপোর্টার ॥ প্রায় ১শ’ ৫৩ কোটি ৩৬ লাখ টাকা মূল্যের ৫২ হাজার ৩৪৩ টন সার আত্মসাতের দায়ে বিসিআইসির প্রাক্তন গুদাম ইনচার্জসহ দুইজনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার বগুড়ার আদমদীঘি থানায় সহকারী পরিচালক মোঃ আমিনুল ইসলাম বাদী হয়ে মামলাটি দায়ের করেন। সংস্থাটির জনসংযোগ শাখা সূত্রে এসব তথ্য জানা গেছে। আসামিরা হলেন বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশনের (বিসিআইসি) সাবেক উপ-প্রধান প্রকৌশলী (যান্ত্রিক) ও গুদাম ইনচার্জ মোঃ নবির ও প্রোঃ মেসার্স রাজা এন্টারপ্রাইজের মালিক মোঃ রাশেদুল ইসলাম রাজা। দুদক দ-বিধি ৪০৯/৪২০/১০৯ ধারা তৎসহ ১৯৪৭ সালের ২ নং দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় মামলা করা হয়।
×