ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

আজ আরও ৫৪ জলদস্যুর অস্ত্র ও গোলাবারুদসহ আত্মসমর্পণ

প্রকাশিত: ০৫:৪৩, ১ নভেম্বর ২০১৮

আজ আরও ৫৪ জলদস্যুর অস্ত্র ও গোলাবারুদসহ আত্মসমর্পণ

স্টাফ রিপোর্টার ॥ আজ আরও ৫৪ জলদস্যু বিপুল অস্ত্র গোলাবারুদসহ বাগেরহাটে শেখ হেলাল উদ্দিন স্টেডিয়ামে আত্মসমর্পণ করছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আত্মসমর্পণ অনুষ্ঠানে যুক্ত হবেন। ভিডিও কনফারেন্সের মাধ্যমে দক্ষিণপূর্ব সুন্দরবন, সুন্দরবন সংলগ্ন বনাঞ্চল ও উপকূলীয় অঞ্চলকে জলদস্যু ও বনদস্যু মুক্ত এলাকা হিসেবে ঘোষণা করবেন প্রধানমন্ত্রী। ইতোপূর্বে আত্মসমর্পণকারী জলদস্যুদের প্রত্যেককে এক লাখ টাকা করে অনুদান দেয়া হবে প্রধানমন্ত্রীর তরফ থেকে। র‌্যাব ও এক্সিম ব্যাংকের তরফ থেকেও আত্মসমর্পণ করা ডাকাতদের অনুদান দেয়া হবে।
×