ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

পরিবহন ধর্মঘটে আইনশৃঙ্খলা রক্ষায় কী পদক্ষেপ নেয়া হয়

প্রকাশিত: ০৫:৪২, ১ নভেম্বর ২০১৮

পরিবহন ধর্মঘটে আইনশৃঙ্খলা রক্ষায় কী পদক্ষেপ নেয়া হয়

স্টাফ রিপোর্টার ॥ পরিবহন ধর্মঘটের সময় গাড়িচালক ও শিক্ষার্থীদের মুখে ও শরীরে পোড়া মবিল মাখানো, এ্যাম্বুলেন্স আটকে রাখায় শিশু মৃত্যুসহ শ্রমিকদের উচ্ছৃঙ্খল কর্মকাণ্ডের ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কী পদক্ষেপ নিয়েছে তা জানতে চেয়েছে হাইকোর্ট। আগামী ১৫ দিনের মধ্যে পুলিশের মহাপরিদর্শককে এ বিষয়ে জানাতে বলা হয়েছে। অন্যদিকে বেসরকারী টেলিভিশন চ্যানেল এটিএন বাংলার সিনিয়র ক্যামেরাম্যান শফিকুল ইসলাম মিঠু হত্যা মামলায় তিন ছিনতাইকারীর মৃত্যুদ- বহাল রেখেছে হাইকোর্ট। দ- বহাল থাকা তিন আসামি হলোÑ সুজন, রাজু ও রতন। বুধবার হাইকোর্টের সংশ্লিষ্ট বেঞ্চগুলো এ আদেশ প্রদান করেছে। মৃত্যুদ- বহাল ॥ বেসরকারী টেলিভিশন চ্যানেল এটিএন বাংলার সিনিয়র ক্যামেরাম্যান শফিকুল ইসলাম মিঠু হত্যা মামলায় তিন ছিনতাইকারীর মৃত্যুদ- বহাল রেখেছে হাইকোর্ট। দ- বহাল থাকা তিন আসামি হলো- সুজন, রাজু ও রতন। আসামিদের করা আপীল ও ডেথ রেফান্সের শুনানি নিয়ে বুধবার হাইকোর্টের বিচারপতি ভবানী প্রসাদ সিংহ ও বিচারপতি মোস্তফা জামান ইসলামের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই রায় দেন। আদালতে আসামিদের পক্ষে শুনানি করেন এ্যাডভোকেট আনোয়ারুল ইসলাম ও জাহাঙ্গীর আলম। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি এ্যাটর্নি জেনারেল বশির আহমেদ।
×