ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

খালেদাকে কারাগারে রেখে সংলাপ ফলপ্রসূ হবে না

প্রকাশিত: ০৫:৪১, ১ নভেম্বর ২০১৮

খালেদাকে কারাগারে রেখে সংলাপ ফলপ্রসূ হবে না

স্টাফ রিপোর্টার ॥ বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে কারাগারে রেখে সংলাপ ও নির্বাচন ফলপ্রসূ হবে না বলে মন্তব্য করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, একদিকে সংলাপের আমন্ত্রণ ও অপরদিকে খালেদা জিয়ার সাজা বাড়ানো একে অপরের সঙ্গে সাংঘর্ষিক ও দ্বিমুখী আচরণ। এতে সরকারের সংলাপের আন্তরিকতা নিয়ে প্রশ্ন উঠেছে। বুধবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার সাজা বৃদ্ধির প্রতিবাদ ও মুক্তির দাবিতে আয়োজিত মানববন্ধন কর্মসূচীতে সভাপতির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। ফখরুল বলেন, সরকার খালেদা জিয়াকে অত্যন্ত সুপরিকল্পিতভাবে রাজনীতি থেকে দূরে সরিয়ে রাখতে এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে যাতে অংশ নিতে না পারে সেজন্য মামলায় সাজা দিয়ে কারাগারে আটক রেখেছে। জামিন পেলেও তাকে জামিন দেয়া হয়নি। একটার পর একটা মামলা দিয়ে তাকে কারাগারে আটক রাখা হয়েছে। এটা থেকেই প্রমাণিত হয় সরকার সংলাপের যে আমন্ত্রণ পাঠিয়েছে তাতে আন্তরিকতার অভাব রয়েছে। বিএনপি মহাসচিব বলেন, ভোটাধিকার ও গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে আনতে বিএনপি আন্দোলন করছে। খালেদা জিয়া এই বয়সে অসুস্থ অবস্থায় কারাবরণ করছেন শুধু গণতন্ত্র ও মানুষের অধিকার ফিরিয়ে দেয়ার আন্দোলন করার জন্য। তিনি বলেন, আমরা বলতে চাই, দেশের মানুষ গণতন্ত্রে বিশ্বাসী। ১৯৭১ সালে আমরা স্বাধীনতা যুদ্ধ করেছি এই গণতন্ত্রের জন্য। আজকে এই গণতন্ত্র প্রতিষ্ঠা করতে যারা আত্মাহুতি দিয়েছেন তাদের রক্তের বিনিময়ে ও খালেদা জিয়াকে কারাগারে রেখে কোন সংলাপ বা নির্বাচন ফলপ্রসূ হতে পারে না। তিনি বলেন, খালেদা জিয়ার সাজা বাড়ানো গণতান্ত্রিক কোন কার্যক্রমের প্রতিফলন ঘটায় না। দুর্ভাগ্য আমাদের যে, এখানে বিচার বিভাগের কোন স্বাধীনতা নেই। আজ গণঅনশন ॥ একই দাবিতে আজ গণঅনশন কর্মসূচী পালন করবে বিএনপি। সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে এ কর্মসূচী পালিত হবে বলে বিএনপি কেন্দ্রীয় কার্যালয় থেকে জানানো হয়েছে।
×