ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

এবার সংলাপ চেয়ে জাপা ও বিএনপি পুুনর্গঠনের উদ্যোক্তার চিঠি

প্রকাশিত: ০৫:৪০, ১ নভেম্বর ২০১৮

এবার সংলাপ চেয়ে জাপা ও বিএনপি পুুনর্গঠনের উদ্যোক্তার চিঠি

স্টাফ রিপোর্টার ॥ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সংলাপ চেয়ে চিঠি দিয়েছেন বিরোধী দল জাতীয় পার্টি ও বিএনপি পুনর্গঠনের উদ্যোক্তা কামরুল হাসান নাসিম। বুধবার দুই দলের পক্ষ থেকে প্রধানমন্ত্রী বরাবর এ চিঠি দেয়া হয়েছে। জাতীয় ঐক্যফ্রন্ট ও বিকল্পধারার পর এ দুটি দলের পক্ষ থেকে সংলাপ চেয়ে চিঠি দেয়া হলো। রবিবার সংলাপ চেয়ে আওয়ামী লীগের কাছে প্রথম চিঠি দেয় ড. কামাল হোসেনের নেতৃত্বে গঠিত জাতীয় ঐক্যফ্রন্ট। সোমবার আওয়ামী লীগের পক্ষ থেকে সংলাপ হবে এমন ঘোষণা আসে। মঙ্গলবার ক্ষমতাসীন দলের পক্ষ থেকে সংলাপের আমন্ত্রণ জানিয়ে ড. কামাল হোসেনের কাছে চিঠি পাঠানো হয়। আজ বৃহস্পতিবার সন্ধ্যা সাতটায় ঐক্যফ্রন্টের সঙ্গে গণভবনে আওয়ামী লীগের সংলাপে বসার কথা আছে। এতে ঐক্যফ্রন্টের ১৬ ও আওয়ামী লীগের পক্ষ থেকে ২১ সদস্যের প্রতিনিধি দল অংশ নেবে। শুক্রবার বিকল্পধারার সঙ্গে সন্ধ্যায় সংলাপের কথা আছে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জানিয়েছেন, সব দলের সঙ্গে বসতে চায় দলীয় সভানেত্রী শেখ হাসিনা। জাতীয় পার্টির চিঠি ॥ সংলাপের আহ্বান জানিয়ে এবার প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চিঠি দিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। বুধবার দলটির প্রেসিডিয়াম সদস্য এবং এরশাদের প্রেস ও রাজনৈতিক সচিব সুনীল শুভ রায় চিঠিটি প্রধানমন্ত্রীর কার্যালয়ে পৌঁছে দেন। প্রধানমন্ত্রীর পিএস-১-এর দফতর চিঠিটি গ্রহণ করে। এ সময় প্রধানমন্ত্রী দফতরে ছিলেন না। তিনি বাইরে একটি অনুষ্ঠানে ছিলেন। এরশাদের পাঠানো সংলাপের চিঠি পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্র। তবে এ বিষয়ে কেউ নাম প্রকাশ করে কথা বলতে রাজি হননি। সংলাপের চিঠির বিষয়ে জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেন, ‘জাতীয় পার্টি দেশের গণতান্ত্রিক রাজনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রেখে এসেছে। জাতীয় নির্বাচন সামনে রেখে আমরাও আলাপ-আলোচনার প্রয়োজনীয়তা বোধ করছি। এ বিষয়টি উল্লেখ করেই প্রধানমন্ত্রীকে অনুরোধ জানিয়ে চিঠি দিয়েছি।’ সুনীল শুভ রায় জানান, সম্মিলিত জাতীয় জোটের পক্ষে সংলাপের দাবি জানিয়ে একটি চিঠি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেয়া হয়েছে। জাতীয় পার্টি ও সম্মিলিত জাতীয় জোটের পক্ষে হুসেইন মুহম্মদ এরশাদ চিঠিতে স্বাক্ষর করেছেন। আশা করি ক্ষমতাসীন দল আমাদের চিঠিতে সাড়া দেবে। তিনি বলেন, আওয়ামী লীগ আমাদের সংলাপের জন্য ডাকলে সম্মিলিত জাতীয় জোটের পক্ষ থেকে প্রতিনিধি দল অংশ নেবে। সংলাপে অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানসহ বিভিন্ন বিষয় ওঠে আসবে। তবে জাতীয় পার্টির প্রস্তাব কি হবে তা ঠিক করবেন দল ও জোটের নীতি নির্ধারকরা। নাসিমের চিঠি ॥ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সংলাপ চেয়ে চিঠি দিয়েছেন ‘বিএনপি পুনর্গঠনের উদ্যোক্তা’ কামরুল হাসান নাসিম। বুধবার বিকেল তিনটার দিকে নাসিমের পক্ষ থেকে উদ্যোগের ‘সঙ্কটকালীন দুই সদস্য’ জহির উদ্দীন ও কবি মেহরাব পিয়াস এই চিঠি তুলে দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের কাছে। মেহরাব পিয়াস বলেন, বুধবার বেলা তিনটার দিকে আওয়ামী লীগের ধানম-ির কার্যালয়ে চিঠি পৌঁছে দেয়া হয়েছে। ওবায়দুল কাদের সাহেবের কাছে চিঠি দেয়া হয়।
×