ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

স্বপন হোসাইন

শিশুকালেই শিক্ষা

প্রকাশিত: ০৫:২০, ১ নভেম্বর ২০১৮

শিশুকালেই শিক্ষা

সমাজ পরিচালনার জন্য কোন আইনই হয়তো যথেষ্ট নয়। কোন আইন দ্বারাই সমাজকে সুশৃঙ্খলভাবে নিয়ন্ত্রণ করা যাবে না। শিষ্টাচার হলো সমাজের গুরুত্বপূর্ণ একটি বিষয়। কারণ, একটি সমাজের মানুষের মধ্যে যদি সৌজন্যবোধ না থাকে, তবে সেই সমাজ টিকে থাকতে পারে না। আমাদের দেশের সমাজ ব্যবস্থায় শিষ্টাচার নামক যে বিষয়টা ছিল সেটা ধ্বংসের দিকে যাচ্ছে। আজ বড়রা ছোটদের প্রতি তেমন স্নেহ প্রকাশ করেন না। তেমনি ছোটরাও বড়দের সম্মান প্রদর্শন করে না। মুরব্বিকে কিভাবে সম্মান করতে হয় তা অধিকাংশই জানে না। ধর্ম সমাজের মানুষদের শিষ্টাচার শিখিয়েছে। রাসুল (সাঃ) বলেন, ‘ছোটরা বড়দের সালাম দিবে, কম সংখ্যক লোক বেশি সংখ্যক লোকদের সালাম দিবে এবং পদব্রজে গমনকারী ব্যক্তি উপবিষ্ট ব্যক্তিকে সালাম দিবে।’ সালাম তথা কুশল বিনিময় করা হলো শিষ্টাচারের প্রাথমিক বিষয়। কিন্তু আমরা এসবের প্রয়োগ খুব কমই লক্ষ্য করি। আমাদের দেশে বিশেষ করে মফস্বল এলাকায়, ছোট ছোট ছেলেরা বড়দের সামনেই ধূমপান করে। এটা হলো শিষ্টাচার বজায় না থাকার অন্যতম একটি উদাহরণ। ধূমপান করাই একটা অপরাধ তারপরেও এরকম একটা অপরাধ যদি ছোটরা বড়দের সামনে করে, তাহলে বুঝতে হবে সমাজ ধ্বংসের দিকে যাচ্ছে। কারণ, এখন তারা এই ছোট অপরাধটা করছে জনসম্মুখে, একটা সময় আসবে যখন আরও বড় অপরাধ সবার সামনেই করবে। কিন্তু কেন এই অধঃপতন? যদি কোন সমাজে এটা পরিলক্ষিত হয় যে, ছোটরা বড়দের সম্মান করছে না, তাহলে বুঝতে হবে ঐ সমাজের বড়রা ছোটদের স্নেহ করে না। যদি ছোটরা কারও কাছ থেকে স্নেহ না পায়, সে কোনদিনই তার প্রতি শ্রদ্ধা নিবেদন করে না। পিতা মাতার সঙ্গে সন্তানের যেমনটা আচরণ করা দরকার, তেমনটা আচরণ সন্তান করে না। এটার প্রধান কারণ হলো, পিতা-মাতা, গুরুজনদের সঙ্গে সামাজিক যে আচরণ-বিধি আছে তা তারা জানে না। জানলেও অনীহা প্রকাশ করে। পিতা-মাতাও সন্তানকে শিষ্টাচার শিক্ষা না দিয়েই পার্থিব জ্ঞানে জ্ঞানান্বিত করেন। ফলে, প্রকৃত জ্ঞান না থাকায়, ঐসব সন্তান অনেক শিক্ষিত হয়েও সমাজের লোকদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ আচরণ করে না। তাই, সমাজে শিষ্টাচার ফিরিয়ে আনতে প্রত্যেকটা মানুষকে তার শিশুকাল থেকেই শিষ্টাচার শিক্ষা দিতে হবে। ধর্মীয় জ্ঞানে উদ্বুদ্ধ করতে হবে। তবেই আমাদের সমাজ আবার সোনার সমাজে পরিণত হবে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে
×