ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বরিশালের নদীতে ধরা পড়ছে ডিমওয়ালা ইলিশ

প্রকাশিত: ২২:২৫, ৩১ অক্টোবর ২০১৮

বরিশালের নদীতে ধরা পড়ছে ডিমওয়ালা ইলিশ

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ মা ইলিশ শিকার নিষিদ্ধের নির্ধারিত সময় শেষ হলেও এখনও জেলেদের জালে ধরা পড়ছে প্রচুর ডিমওয়ালা ইলিশ। আজ বুধবার দুপুরে নগরীর পোর্টরোড বাজারসহ মাছের বাজারে ডিমওয়ালা ইলিশ বিক্রি হতে দেখা গেছে। সরকার ২২দিন ইলিশের প্রধান প্রজনন মৌসুম হিসেবে ঘোষণা করলেও প্রজননের জন্য এ সময়টা যথেষ্ট নয় বলে দাবি করছেন মৎস্যজীবীরা। পোর্টরোড বাজারের মৎস্য ব্যবসায়ী আব্দুল গনি জানান, তিনি বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত ৪০ কেজির (এক মণ) মতো ইলিশ বিক্রি করেছেন। এরমধ্যে আট থেকে নয়শ’ গ্রাম ওজনের ইলিশের তিনের দুই ভাগের পেটেই ডিম দেখা গেছে। একই বাজারের আড়ৎদার ইয়ার আলী সিকদার জানান, মঙ্গলবার মধ্যরাতের পর জেলেরা কীর্তনখোলা নদী থেকে যে মাছ ধরেছেন তার বেশিরভাগ মাছের পেটে ডিম বোঝাই। আরও কিছুদিন সময় পেলে হয়তো এসব মাছেও ডিম ছাড়তো বলে জেলেদের ধারণা। জাতীয় মৎস্য সমিতির এক নেতা বলেন, মা ইলিশ শিকার নিষিদ্ধের সময়সীমা আরও কিছুদিন বাড়ানো উচিৎ। কারণ বুধবার সকালে মাছের বাজারে গিয়ে অধিকাংশ ইলিশের পেটে ডিম দেখা গেছে। ২২ দিনেই সব মাছ ডিম ছাড়তে পারেনি। জেলা মৎস্য অফিসের কর্মকর্তা (ইলিশ) বিমল চন্দ্র দাস বলেন, সারাবছর কোনো না কোনো ইলিশের পেটে ডিম থাকে। প্রজননের এ সময়টাতে ৫০ ভাগ মাছ ডিম ছাড়লেই সেটা অনেক পাওয়া। যে সব মাছ ডিম ছেড়েছে সেগুলো গভীর সমুদ্রে চলে গেছে বলেও তিনি উল্লেখ করেন।
×