ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বাঁশখালীতে অগ্নিকাণ্ডে ৮ বসতঘর পুড়ে ছাই

প্রকাশিত: ১৯:৩৯, ৩১ অক্টোবর ২০১৮

বাঁশখালীতে অগ্নিকাণ্ডে ৮ বসতঘর পুড়ে ছাই

নিজস্ব সংবাদদাতা, বাঁশখালী ॥ চট্টগ্রামের বাঁশখালী উপজেলার পূর্ব বাঁশখালা এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ৮ বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। মঙ্গলবার দিবাগত গভীর রাতে সংঘটিত এ অগ্নিকাণ্ডে ৮ বসত ঘরের সম্পূর্ণ মালামাল পুড়ে গিয়ে প্রায় ২৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্থ পরিবার সূত্রে জানা যায়। স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার গভীর রাতে ওই এলাকার অজি আহমদের বাড়ির রান্নাঘরের গ্যাসের চুলা হইতে আগুনের সূত্রপাত হয় বলে মন্তব্য করছেন স্থানীয় লোকজন। মুহুর্তের মধ্যে আগুন পার্শ্ববর্তী গোলাম মোস্তফা, নুরুল কবির, রবিউল আলম, আলমগীর, সাইফুল ইসলাম, মাহফুজ, নুরুল ইসলাম মনা ও নুরুল আবচারের ঘরে লেগে যায়। ঘন্টাব্যাপী অগ্নিকাণ্ডে স্থানীয় লোকজন আগুন নিভানোর চেষ্টা করলেও ৮ বসত ঘরের সম্পূর্ণ মালামাল পুড়ে ভষ্মিভূত হয়ে যায়। এদিকে খবর পেয়ে ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে গেলেও দুর্গম এলাকা ও অভ্যন্তরীন রাস্তা সরু হওয়ায় ফায়ার সার্ভিসের গাড়ি ঘটনাস্থলে নিয়ে যাওয়া সম্ভব হয়নি বলে জানান বাঁশখালী ফায়ার সার্ভিস ষ্টেশনে দায়িত্বরত ফায়ার ফাইটার সজীব হোসেন। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের লোকজন বর্তমানে খোলা আকাশের নিচে মানবেতর জীবন যাপন করছে।
×