ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

গেটে তালা দিয়ে সাধারণ আইনজীবীদের তারা বাধ্য করতে পারে না

প্রকাশিত: ১৯:১৭, ৩১ অক্টোবর ২০১৮

গেটে তালা দিয়ে সাধারণ আইনজীবীদের তারা বাধ্য করতে পারে না

অনলাইন রির্পোটার ॥ খালেদার জিয়ার সাজার রায়ের প্রতিবাদে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ঘোষিত আদালত বর্জন কর্মসূচির প্রতিবাদে বিক্ষোভ করেছে আওয়ামীপন্থি আইনজীবীরা। আজ বুধবার সকাল সাড়ে ১০টায় বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান ইউসুফ হোসেন হুমায়ুনের নেতৃত্বে আওয়ামীপন্থি আইনজীবীরা আইনজীবী সমিতির সভাপতির কক্ষের সামনের গেটের তালা ভাঙতে আসলে দুই পক্ষের আইনজীবীদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে।এ সময় অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ন বলেন, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতিকে রাজনৈতিক মঞ্চ বানিয়ে ফেলা হয়েছে। রায়ের বিরুদ্ধে লড়াই করতে হলে আইনিভাবেই করতে হবে। আদালত বর্জনের সিদ্ধান্ত আইনজীবী সমিতির সিদ্ধান্ত নয়। আদালত বর্জন করলে খালেদা জিয়ার আইনজীবীরা করতে পারে। গেটে তালা দিয়ে সাধারণ আইনজীবীদের তারা বাধ্য করতে পারে না। এ তালা ভাঙতে হবে।’ এদিকে সকাল ৯টার পর আইনজীবী সমিতির সভাপতির কক্ষসংলগ্ন সুপ্রিম কোর্টের মূল ভবনে যাওয়ার দোতলার গেইটে তালা ঝুলিয়ে বিক্ষোভ শুরু করেন বিএনপিপন্থি আইনজীবীরা।
×