ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

মাদক সেবনের অভিযোগে দুই ঢাবি শিক্ষার্থী আটক

প্রকাশিত: ০৭:৫৯, ৩১ অক্টোবর ২০১৮

মাদক সেবনের অভিযোগে দুই ঢাবি শিক্ষার্থী আটক

স্টাফ রিপোর্টার ॥ ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) হলের কক্ষে মাদক সেবনের অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী ও এক কর্মচারীকে আটক করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় কবি জসীমউদ্দীন হলে এই ঘটনা ঘটে। রাত সাড়ে ৭টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিম ও শাহবাগ থানা পুলিশ তাদের আটক করে। আটককৃতরা হলেন- ঢাবির দর্শন বিভাগের সাবেক ছাত্র ও সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সম্পাদক শাহরিয়ার মাহমুদ রাজু ও হল ছাত্রলীগের সহ-সভাপতি রমজান আলী এবং স্যার পি জে হার্টজ ইন্টারন্যাশনাল হলের কর্মচারী সুমন দে লাল। হলসূত্রে জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের জসীমউদ্দীন হলের প্রাক্তন ছাত্র রমজান ও রাজু পিজে হার্টজ ইন্টারন্যাশনাল হলের কর্মচারী সুমন লালকে সঙ্গে নিয়ে হলের ৩২১ নম্বর কক্ষে বসে ইয়াবা সেবন করছিলেন। খবর পেয়ে হলের প্রাধ্যক্ষ অধ্যাপক মোঃ রহমতউল্লাহ ও কয়েকজন আবাসিক শিক্ষক তাদেও ভেতওে রেখেই কক্ষ তালাবদ্ধ করে দিয়ে পুলিশকে খবর দেন। কিছুক্ষণ পরে শাহবাগ থানার পুলিশ এসে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিমের সহযোগিতায় তাদের ওই কক্ষ থেকে আটক করে থানায় নিয়ে যায়। হল প্রাধ্যক্ষ অধ্যাপক ড. রহমত উল্লাহ সাংবাদিকদের বলেন, আমরা যাদের আটক করেছি এদের ছাত্রত্ব শেষ। এদের বিরুদ্ধে মাদক বিক্রি ও মাদক রাখার অভিযোগ রয়েছে। অভিযানের খবর পেয়ে জানালা দিয়ে কিছু মাদক ফেলে দেয় তারা। আমরা এ ব্যাপারে কোন ছাড় দেব না। নিয়মিত অভিযান চলবে হলে।
×