ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

এবার গাজীপুরে ব্যারিস্টার মইনুলের বিরুদ্ধে মামলা

প্রকাশিত: ০৭:৩২, ৩১ অক্টোবর ২০১৮

এবার গাজীপুরে ব্যারিস্টার মইনুলের বিরুদ্ধে মামলা

স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ এবার গাজীপুরের আদালতে সাবেক তত্ত¡াবধায়ক সরকারের উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। সাংবাদিক মাসুদা ভাট্টিকে ‘চরিত্রহীন’ বলায় ২০ কোটি টাকার মানহানির অভিযোগে মঙ্গলবার গাজীপুরের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের আদালত-৩-এ মামলা দায়ের করা হয়। বাদীপক্ষের আইনজীবী ও গাজীপুর বারের সভাপতি আব্দুর রাজ্জাক বিষয়টি নিশ্চিত করে জানান, গাজীপুরের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মাহবুবা আক্তারের আদালতে মঙ্গলবার দুপুরে মামলাটি দায়ের করা হয়। সাপ্তাহিক বঙ্গজননী পত্রিকার সহ-সম্পাদক ও মহানগরীর বাসন থানার নলজানী এলাকার মৃত আব্দুল আওয়ালের ছেলে আতিক মাহমুদ ওরফে শাহ সুলতান আতিক এ মামলাটি দায়ের করেন। আতিক মাহমুদের স্থায়ী ঠিকানা নরসিংদী জেলার মনোহরদী থানার শরীফপুর মৃধাবাড়ি এলাকায়। মামলায় অভিযোগ করা হয়, গত ১৬ অক্টোবর বেসরকারী টেলিভিশন ৭১টিভি’র টকশো’তে ব্যারিস্টার মইনুল হোসেন সাংবাদিক মাসুদা ভাট্টিকে ‘চরিত্রহীন’ বলেছেন। টেলিভিশনের টকশো’তে এ ধরনের মন্তব্য করায় বাংলাদেশসহ সারা বিশ্বে তা ছড়িয়ে পড়েছে। এতে সমগ্র নারী জাতি অপমানিত হয়েছে এবং নারীদের মানহানি হয়েছে। ব্যারিস্টার মইনুলের এ মন্তব্যের কারণে সাংবাদিক মাসুদা ভাট্টি প্রায় ২০ কোটি টাকার মানহানি হয়েছে, যা টাকা দিয়েও পূরণ করা সম্ভব নয়। ব্যারিস্টার মইনুলের এ মন্তব্য বাংলাদেশের প্রচলিত আইনের ৫০০ ধারায় শাস্তিযোগ্য অপরাধ। শুনানি শেষে বিকেলে আদালতের বিচারক মাহবুবা আক্তার মামলাটি তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য গাজীপুর সদর থানার ওসিকে নির্দেশ দিয়েছেন।
×