ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

সেমির জন্য প্রস্তুত হচ্ছে কিশোর ফুটবলাররা

প্রকাশিত: ০৭:০৫, ৩১ অক্টোবর ২০১৮

সেমির জন্য প্রস্তুত হচ্ছে কিশোর ফুটবলাররা

স্পোর্টস রিপোর্টার ॥ আসরের নাম সাফ অনুর্ধ-১৫ চ্যাম্পিয়নশিপ। ২০১৫ আসরে শিরোপা জয়ের পর ২০১৭ আসরে সেমিতে বিদায় নিয়ে ছন্দপতন। এবার ২০১৮ আসরে আবারও নাম লিখেয়েছে বাংলাদেশ। বৃহস্পতিবার নেপালের ললিতপুরের আনফা কমপ্লেক্সে অনুষ্ঠেয় প্রথম সেমিতে লাল-সবুজদের প্রতিপক্ষ শক্তিশালী ভারত। এই ভারতকেই ২০১৫ আসরে টাইব্রেকারে ৪-২ (১-১) গোলে হারিয়ে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ। ফলে ভারতের জন্য এবারের সেমির ম্যাচটা নিঃসন্দেহে হতে যাচ্ছে প্রতিশোধের। শেষ চারের লড়াইয়ে অবতীর্ণ হওয়ার আগে মঙ্গলবার বাংলাদেশ দল স্ট্রেচিং অনুশীলন করে। দলের সব খেলোয়াড়রা ছিল চাঙ্গা এবং ফুরফুরে মেজাজে। আত্মবিশ্বাসের পারদটাও ছিল বেশ উঁচুতেই। মঙ্গলবার মূলত ছেলেদের জন্য বিশ্রাম ছিল। শুধু শরীরটাকে চাঙ্গা করে হাল্কা স্ট্রেচিং করান কোচ মোস্তফা আনোয়ার পারভেজ। এছাড়া দলকে তিনি নিয়ে যান স্থানীয় বোটানিক্যাল গার্ডেনে বেড়াতে। এটা ছিল দলের সবার মানসিক-বিনোদনের একটি অংশ। বাফুফে সূত্রে জানা গেছে আজ বুধবার দল পূর্ণ অনুশীলন করে নিজেদের ঝালিয়ে নেবে শেষবারের মতো। উল্লেখ্য, এই আসরে বাংলাদেশ শেষ চারে নাম লিখিয়েছিল এক ম্যাচ হাতে রেখেই। শুধু বাকি ছিল গ্রুপসেরা নির্ধারণীর। সেটাও বেশ ভালমতোই সেরে ফেলে তারা। সোমবার স্বাগতিক নেপালকে ২-১ গোলে হারায়। ম্যাচে দশজন নিয়ে খেলেও ঠিকই জয় কুড়িয়ে নেয় বাংলাদেশ দল। এই জয়ে সাফ অনুর্ধ-১৫ চ্যাম্পিয়নশিপে ‘এ’ গ্রুপে অপরাজিত চ্যাম্পিয়ন হলো তারা। ২ খেলায় তাদের পয়েন্ট ৬। সমান খেলায় নেপালের পয়েন্ট ৩। আর মালদ্বীপ পয়েন্টশূন্য। সোমবার ভুটানকে ৪-০ গোলে হারিয়ে ‘বি’ গ্রুপে রানার্সআপ হয় ভারত। একইদিনে অনুষ্ঠিত দ্বিতীয় সেমিতে ‘বি’ গ্রুপের চ্যাম্পিয়ন পাকিস্তান মোকাবেলা করবে ‘এ’ গ্রুপের রানার্সআপ নেপালের। সোমবার ম্যাচটি জিতে এক বছর আগের পুরনো এক হিসেব-নিকেশ চুকিয়ে দিল লাল-সবুজবাহিনী। এই আসরেই ২০১৭ সালে তারা সেমিতে এই নেপালের কাছেই তারা হেরে গিয়েছিল ২-৪ গোলে। সোমবার তাদের হারিয়ে প্রতিশোধটা বেশ কড়ায়-গ-ায়ই নিয়ে নিল তারা।
×