ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

খেলার অনুমতি পাচ্ছেন সাকিব

প্রকাশিত: ০৭:০২, ৩১ অক্টোবর ২০১৮

খেলার অনুমতি পাচ্ছেন সাকিব

স্পোর্টস রিপোর্টার ॥ খেলার জন্য ফিট এখনও অনেক দেরি। এর মধ্যে সাকিব আল হাসান ডিসেম্বরে সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠেয় টি২০ লীগের জন্য অনাপত্তিপত্র চেয়েছেন সাকিব। শুরুতে যে অবস্থা তৈরি হয়েছিল তাতে অনাপত্তিপত্র পাবেন না সাকিব এমনই মনে হয়েছিল। কিন্তু এখন নিশ্চিত হয়ে গেছে সাকিব অনাপত্তিপত্র পাচ্ছেন। তবে অনাপত্তিপত্র পেলেও খেলার জন্য পুরো ফিট হতে হবে সাকিবকে। নয়তো খেলতে পারবেন না। মঙ্গলবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে বিসিবি কার্যালয়ে সাকিবের অনাপত্তিপত্র পাওয়ার বিষয়টি সাবেক অধিনায়ক, বিসিবি পরিচালক ও ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খানই নিশ্চিত করেছেন। বলেছেন, ‘একটা মেডিক্যাল রিপোর্ট দেবে। ওটা পজেটিভ থাকলে ওকে আমরা অনাপত্তিপত্র দিয়ে দিচ্ছি। ওর এনওসি ইতিবাচক আছে। ওর যেটা হয়েছে ও তো এক বছরের মধ্যে অপারেশন করতে পারবে না এবং ওর ব্যথাও নেই। মেডিক্যালি যদি ফিট থাকে তাহলে ও খেলতে পারবে। না হলে নয়।’ চলতি বছরের ১৯ ডিসেম্বর থেকে ২০১৯ সালের জানুয়ারির ১১ তারিখ পর্যন্ত আবুধাবি, দুবাই ও শারজায় অনুষ্ঠেয় টি২০ লীগে অংশ নিতে চেয়ে বিসিবি বরাবর অনাপত্তিপত্র চেয়ে আবেদন করেছিলেন সাকিব। ইউএই টি২০ এক্স নামের ফ্র্যাঞ্জাইজিভিত্তিক এ টুর্নামেন্টের জন্য চাওয়া তার আবেদনের প্রেক্ষিতে তাৎক্ষণিক সাড়া দেয়নি বাংলাদেশ ক্রিকেটের সর্বোচ্চ এই সংস্থাটি। চলতি বছরের শুরুতে বাঁহাতের কনিষ্ঠায় পাওয়া চোট এখনও তিনি পুরোপুরি কাটিয়ে উঠতে পারেননি। ফলে ঘরের মাঠে চলমান জিম্বাবুইয়ে সিরিজে তাকে থাকতে হয়েছে দলের বাইরে। মেলবোর্নের বিশেষজ্ঞ চিকিৎসক ডেভিড হয়কে দেখিয়ে দেশে ফিরে সংবাদ মাধ্যমকে যা বলেছেন তাতে তার আঙ্গুলের সংক্রমণ নিয়ন্ত্রণে থাকলে আগামী এক মাসের মধ্যেই তিনি মাঠে নামতে পারবেন। সেটা নাহলে কোন কারণে ব্যথা ফিরলে অস্ত্রোপচার করতেই হবে। সে জন্য তাকে অপেক্ষা করতে হবে ন্যূনতম ৬ মাস, একবছরও লাগতে পারে। অনাপত্তিপত্র চাওয়ার আগে অস্ট্রেলিয়া থেকে চিকিৎসা শেষে দেশে ফিরে সাকিব বলেছিলেন, ‘আঙ্গুলে শক্তি ফিরে পেলে আগামী মাসেও খেলায় ফিরতে পারি।’ ইনজুরি নিয়ে এশিয়া কাপে খেলতে গিয়ে আরও বিপাকে পড়েন সাকিব। পরে দেশে ফিরে সাকিবের আঙ্গুলে জরুরী অস্ত্রোপচার করানো হয়। এরপর অস্ট্রেলিয়ায় গিয়ে চিকিৎসকে দেখিয়ে দেশে ফেরেন। টি২০ এক্স টুর্নামেন্টে এরই মধ্যে চুক্তিবদ্ধ হয়েছেন ডেভিড মিলার, এবি ডি ভিলিয়ার্স, শহীদ আফ্রিদি ও আন্দ্রে রাসেলের মতো তারকারা। আইকন হিসেবে তারা চারজনই খেলবেন টুর্নামেন্টে। এছাড়া ৪০০ বিদেশী ক্রিকেটার টুর্নামেন্টে খেলার আগ্রহ প্রকাশ করেছেন। সাকিব যদি শেষ পর্যন্ত ফিট থেকে খেলেনও তাহলে ডিসেম্বরের সময়টুকুই খেলতে পারবেন। ৫ জানুয়ারি যে শুরু হবে বিপিএল। অনাপত্তিপত্র পেলেও, পুরো ফিট থাকলেও, বিপিএল ৫ জানুয়ারি শুরু হলে পুরো টি২০ এক্স টুর্নামেন্টটি খেলতে পারবেন না সাকিব।
×