ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

জাতীয় ক্রিকেট লীগে শুভাগতর ব্যাটিং ঝলক, সানজামুলের ৭ উইকেট

ইনিংসে জেতার পথে ঢাকা বিভাগ

প্রকাশিত: ০৭:০২, ৩১ অক্টোবর ২০১৮

ইনিংসে জেতার পথে ঢাকা বিভাগ

স্পোর্টস রিপোর্টার ॥ ঢাকা মেট্রো বিপদে পড়েছে, পঞ্চম রাউন্ডে ঢাকা বিভাগের কাছে ইনিংস ব্যবধানে হারের মুখে পড়ে গেছে। বগুড়ায় শুভাগত হোমের সেঞ্চুরিতে বিশাল রান গড়েছে ঢাকা বিভাগ। তাতে ঢাকা বিভাগের গড়া রানই নিজেদের দ্বিতীয় ইনিংসে অতিক্রম করতে পারবে কিনা ঢাকা মেট্রো সেই শঙ্কা আছে। এখনও ঢাকা বিভাগ থেকে ২৬৮ রানে পিছিয়ে আছে ঢাকা মেট্রো। রংপুরে রাজশাহীর সানজামুল ইসলাম স্পিন জাদু দেখিয়েছেন। দুর্দান্ত বোলিং করেছেন। ৭ উইকেট শিকার করেছেন। তাতে করে প্রথমদিনের পর দ্বিতীয়দিনে অল্পদূরই এগিয়ে যেতে পেরেছে রংপুর। এখনও রাজশাহী ২৭২ রানে পিছিয়ে আছে। তবে ম্যাচ শেষ পর্যন্ত ড্র’র দিকেই হেলে পড়তে পারে। যদি আজ প্রথম ইনিংসে বড় সংগ্রহ গড়তে পারে রাজশাহী। প্রথম স্তর ॥ প্রথমদিনের মতো বরিশালে খুলনা-বরিশাল ম্যাচটি দ্বিতীয়দিনেও গড়ায়নি। বৃষ্টিতে খেলা হয়নি। তবে প্রথম স্তরের রংপুর-রাজশাহী ম্যাচটি ঠিকই রংপুরে চলছে। দ্বিতীয়দিনে রংপুর প্রথমদিনের সঙ্গে আরও ১০৬ রান যোগ করতে পারে রংপুর। প্রথমদিনে ৫ উইকেট হারিয়ে ২৩০ রান করেছিল রংপুর। নাঈম ইসলাম ৬৩ ও ধীমান ঘোষ ১৩ রানে ব্যাট করছিলেন। দ্বিতীয়দিনে নাঈম ইসলাম নিজের স্কোরকে আরও মজবুত করেন। কিন্তু ১১ রানের জন্য সেঞ্চুরি করতে পারেননি। ৮৯ রান করেছেন। ধীমান ঘোষও ৫৭ রান করে আউট হন। এই দুইজন আউট হওয়ার পর মুহূর্তেই গুটিয়ে যায় রংপুর। নাঈম ও ধীমান মিলে ষষ্ঠ উইকেটে ১০৯ রানের জুটি গড়েন। প্রথমদিন ১৯৮ রানে ৫ উইকেট পড়ার পর ৩০৭ রান পর্যন্ত আর কোন উইকেট যায়নি। দলের ৩০৭ রানে গিয়ে যেই ধীমান আউট হলেন, দলের ৩১১ রানে গিয়ে নাঈমও সাজঘরে ফেরেন। এরপর দেখতে দেখতে ২৯ রানের মধ্যেই বাকি ৫ উইকেটের পতন ঘটে যায়। সানজামুল ধস নামান। একাই ৭ উইকেট নেন। এরপর ব্যাট হাতে নেমে ২ উইকেট হারিয়ে ৬৪ রান করে রাজশাহী। দিনও শেষ হয়। আজ ম্যাচের তৃতীয়দিনে ৩৫ রান করা জুনায়েদ সিদ্দিকী ও ১৯ রান করা ফরহাদ হোসেন ব্যাট হাতে নামবেন। দ্বিতীয় স্তর ॥ কক্সবাজারে চট্টগ্রাম-সিলেটের মধ্যকার ম্যাচটি দ্বিতীয়দিনেও হয়নি। বৃষ্টির জন্য মাঠ প্রস্তুত না হওয়ায় খেলা হচ্ছেই না। তবে বগুড়ায় ঢাকা বিভাগ ও ঢাকা মেট্রোর ম্যাচটিতে একক আধিপত্য দেখা যাচ্ছে ঢাকা বিভাগের। শুভাগত হোমের ১০৬ রানের সঙ্গে রনি তালুকদারের ৮৬ রানে প্রথম ইনিংসে ৩৮৬ রান করে ঢাকা বিভাগ। তাতে করে প্রথমদিনই ৮ উইকেট হারিয়ে ৫৯ রান করা ঢাকা মেট্রো ৩২৭ রানে পিছিয়ে পড়ে। ঢাকা বিভাগ প্রথমদিন ৩ উইকেট হারিয়ে ১৬৭ রান করেছিল। শুভাগত ৯ রানে ব্যাট করছিলেন। শেষ পর্যন্ত সেঞ্চুরি করেই মাঠ ছাড়েন শুভাগত। ঢাকা মেট্রোর সৈকত আলী ৪ উইকেট নেন। ঢাকা বিভাগের অলআউট হওয়ার পর ঢাকা মেট্রো দ্বিতীয় ইনিংসে খেলতে নেমে ২ উইকেট হারিয়ে ৫৯ রান করে। সাদমান ইসলাম ২৬ রানে ব্যাট করছেন। এখনও ঢাকা মেট্রো ২৬৮ রানে পিছিয়ে আছে। আজ ম্যাচের তৃতীয়দিনেই ম্যাচের অবস্থা বোঝা হয়ে যাবে।
×