ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বিসিবি একাদশ-জিম্বাবুইয়ে তিন দিনের প্রস্তুতি ম্যাচ

দ্বিতীয় দিনে খেলা হলো ৯ ওভার

প্রকাশিত: ০৭:০১, ৩১ অক্টোবর ২০১৮

দ্বিতীয় দিনে খেলা হলো ৯ ওভার

স্পোর্টস রিপোর্টার ॥ চট্টগ্রামে হচ্ছে বিসিবি একাদশ ও জিম্বাবুইয়ের মধ্যকার তিনদিনের প্রস্তুতি ম্যাচ। প্রথমদিন বৃষ্টির জন্য বল মাঠে গড়ায়নি। দ্বিতীয়দিন যাও গড়ালো হলো মাত্র ৯ ওভার। এই ৯ ওভারে জিম্বাবুইয়ে ১ উইকেট হারিয়ে ১২ রান করেছে। বিসিবি একাদশ ও জিম্বাবুইয়ের মধ্যকার প্রস্তুতি ম্যাচে বৃষ্টি ভালই ভোগাচ্ছে। সোমবার পুরো দিনের খেলা ভেসে গিয়েছিল বৃষ্টিতে। চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটির প্রথমদিন খেলার টসও অনুষ্ঠিত হতে পারেনি। মঙ্গলবার দ্বিতীয়দিনের খেলা দেরিতে শুরু হওয়ার পর মাঝেও খেলা বন্ধ থাকে। বিসিবি একাদশ টস জিতে জিম্বাবুইয়েকে আগে ব্যাটিংয়ে পাঠায়। জিম্বাবুইয়ের হয়ে হ্যামিল্টন মাসাকাদজা ও ব্রায়ান চারি ওপেন করতে নামেন। ব্রায়ান চারিকে ব্যক্তিগত শূন্য রানেই ফিরিয়ে দিয়েছেন রুবেল হোসেন। ষষ্ঠ ওভারের শেষ বলে উইকেটরক্ষক নুরুল হাসান সোহানের গ্লাভসে ক্যাচ বানান রুবেল। দিন শেষে মাসাকাদজা ১১ ও কেইগ আরভিন ০ রানে অপরাজিত আছেন। প্রস্তুতি ম্যাচ শেষে জিম্বাবুইয়ে দল সিলেটে পাড়ি দেবে। সেখানে ৩ নবেম্বর প্রথম টেস্ট। বাংলাদেশ দল ইতোমধ্যে সিলেটে অবস্থান করছেন। আজ প্রস্তুতি ম্যাচের তৃতীয় ও শেষদিন। ওয়ানডেতেও অধিনায়ক এ্যারন ফিঞ্চ স্পোর্টস রিপোর্টার ॥ বহুল আলোচিত বল টেম্পারিংয়ের অভিযোগে আন্তর্জাতিক ক্রিকেট থেকে এক বছরের জন্য নিষিদ্ধ স্টিভেন স্মিথ ও ডেভিড ওয়ার্নার। সেরা দুই পারফর্মারকে ছাড়া অস্ট্রেলিয়া যে কতটা অসহায় সেটি স্পষ্ট হয়ে উঠেছে। ইংল্যান্ড সফরে ব্যর্থতার পর আমিরাতেও ডিফেন্ডিং বিশ্বচ্যাম্পিয়নদের অবস্থা নাজুক। পাকিস্তানের কাছে ১-০তে টেস্ট সিরিজ খুইয়েছে টিম পেইনের দল। তাহলে আগামী বছর বিশ্বকাপে দলকে নেতৃত্ব দেবেন কে? সেই প্রশ্নই বড় হয়ে দেখা দিয়েছে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আসন্ন তিন ওয়ানডের জন্য তাই এ্যারন ফিঞ্চকে অধিনায়ক করা হয়েছে। যদিও তার নেতৃত্বে এরই মধ্যে পাকিস্তানের কাছে টি২০ সিরিজও খুইয়েছে অসিরা। অস্ট্রেলিয়া ওয়ানডে দল ॥ এ্যারন ফিঞ্চ (অধিনায়ক), জশ হ্যাজলউড, এ্যালেক্স ক্যারি, এ্যাস্টন এ্যাগার, প্যাট কামিন্স, নাথান কালটার-নাইল, ট্রেভিস হেড, ক্রিস লিন, শন মার্শ, গ্লেন ম্যাক্সওয়েল, ডি’আর্চি শর্ট, মিচেল স্টার্ক, মার্কোস স্টয়নিস, এ্যাডাম জাম্পা।
×