ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

রংপুরে পিপি বাবু সোনা হত্যা মামলায় সাক্ষ্যগ্রহণ শুরু

প্রকাশিত: ০৬:৪৪, ৩১ অক্টোবর ২০১৮

রংপুরে পিপি বাবু সোনা হত্যা মামলায় সাক্ষ্যগ্রহণ শুরু

নিজস্ব সংবাদদাতা, রংপুর, ৩০ অক্টোবর ॥ রংপুর বিশেষ জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) আওয়ামী লীগ নেতা রথীশ চন্দ্র ভৌমিক বাবু সোনা হত্যা মামলার সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে। মঙ্গলবার বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত এ মামলায় দুইজনের সাক্ষ্যগ্রহণ ও জেরা সম্পন্ন হয়। মামলার পরবর্তী সাক্ষ্যগ্রহণ করা হবে বুধবার ও বৃহস্পতিবার। প্রথম দিনে মামলার বাদী নিহত বাবু সোনার ছোট ভাই সুশান্ত ভৌমিক ও আরেক ছোট ভাই বিশ্বজিৎ ভৌমিকের সাক্ষ্যগ্রহণ করেন সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এবিএম নিজামুল হক। রাষ্ট্রপক্ষে আইনজীবী ছিলেন জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) আব্দুল মালেক এবং আসামিপক্ষে ছিলেন রাষ্ট্র নিযুক্ত আইনজীবী বসুনিয়া মোঃ আরিফুল ইসলাম। সকালে কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে এ মামলার দুই আসামি নিহত বাবু সোনার স্ত্রী সিগ্ধা সরকার দীপা ও তার প্রেমিক কামরুল ইসলামকে আদালতে হাজির করা হয়। উল্লেখ্য, চলতি বছরের ২৯ মার্চ রাতে বাবু সোনাকে ঘুমের ওষুধ খাইয়ে শ্বাসরোধ করে হত্যা করা হয়। এরপর তার লাশ তাজহাট মোল্লাপাড়ায় একটি নির্মাণাধীন বাড়ির ঘরে পুঁতে রাখা হয়। নোবিপ্রবিতে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ নিজস্ব সংবাদদাতা, নোয়াখালী, ৩০ অক্টোবর ॥ নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের ১ম বর্ষ স্নাতক শ্রেণীর ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। মঙ্গলবার উপাচার্যের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে ভর্তি কমিটির চেয়ারম্যান উপাচার্য প্রফেসর ড. এম অহিদুজ্জামান আনুষ্ঠানিকভাবে এ ফল প্রকাশ করেন। ফলাফল বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (িি.িহংঃঁ-ধফসরংংরড়হ.রহভড়) পাওয়া যাচ্ছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নোবিপ্রবি উপ-উপাচার্য প্রফেসর ড. মোঃ আবুল হোসেন, কোষাধ্যক্ষ প্রফেসর ড. মোহাম্মদ ফারুক উদ্দিন, প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ ইউছুফ মিঞা, সমাজবিজ্ঞান ও মানবিক অনুষদের ডিন প্রফেসর ড. সৈয়দ আতিকুল ইসলাম প্রমুখ।
×