ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

খুলনায় আওয়ামী লীগ নেতার বাড়িতে হামলা

প্রকাশিত: ০৬:৪৩, ৩১ অক্টোবর ২০১৮

খুলনায় আওয়ামী লীগ নেতার বাড়িতে হামলা

স্টাফ রিপোর্টার, খুলনা অফিস ॥ খুলনা মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ও খুলনা সিটি কর্পোরেশনের ২৮নং ওয়ার্ড কাউন্সিলর কেসিসির সাবেক ভারপ্রাপ্ত মেয়র আজমল আহমেদ তপনের বাড়িতে হামলা করেছে একদল সন্ত্রাসী। সোমবার রাত সোয়া ৯টার দিকে ১০-১২টি মোটরসাইকেলে করে আসা হেলমেট পরা একদল সন্ত্রাসী এ হামলা চালায়। জানা গেছে, ১০-১২টি মোটরসাইকেলে করে আসা মাথায় হেমলেট পরা একদল সন্ত্রাসী আওয়ামী লীগ নেতা ও ওয়ার্ড কাউন্সিলর আজমল আহমেদের টুটপাড়া ২৭০, খানজাহান আলী রোডের বাড়িতে সোমবার রাতে হামলা করে। আজমল ও তার ভাই ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি নাজমুল আহমেদ স্বপনকে নাম ধরে খুঁজতে থাকে। তারা বাড়ির মূল ফটক ভাঙ্গার চেষ্টা করে। বাড়ির ভেতরে ঢুকতে না পেরে সন্ত্রাসীরা বাড়ির জানালার কাঁচ ভাংচুর করে ও অশ্লীল ভাষায় গালিগালাজ করে। এ সময় হেমলেটধারী সন্ত্রাসীরা আশিক নামের একজনকে মেরে আহত করে। সন্ত্রাসীরা খানজাহান আলী রোড দিয়ে আসে এবং হামলা চালিয়ে দ্রুত একই পথে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ও আওয়ামী লীগের নেতারা ঘটনাস্থল পরিদর্শন করেন। আজমল আহমেদ তপন জানান, তাদের সঙ্গে কারও কোন দ্বন্দ্ব ও শত্রুতা নেই। রাজনৈতিক কোন কারণে এ হামলার ঘটনা ঘটতে পারে।
×