ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

আন্ডারপাসের দাবিতে শ্রীনগরে সড়ক অবরোধ

প্রকাশিত: ০৬:৪২, ৩১ অক্টোবর ২০১৮

আন্ডারপাসের দাবিতে শ্রীনগরে সড়ক অবরোধ

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ শ্রীনগর উপজেলার বেজগাঁও বাসস্ট্যান্ডে আন্ডারপাস নির্মাণের দাবিতে ঢাকা-মাওয়া মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে এলাকাবাসী। মঙ্গলবার সকাল ১০টার দিকে শ্রীনগর উপজেলার বেজগাঁও বাসস্ট্যান্ডে এ মানববন্ধন ও বিক্ষোভ প্রদর্শনের পর বিক্ষোভকারীরা রাস্তা অবরোধ করে। ঢাকা-মাওয়া মহাসড়কে প্রায় আধাঘণ্টা যানবাহন চলাচল বন্ধ রাখে। খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার জাহিদুল ইসলাম ও ওসি ইউনুচ আলী ঘটনাস্থলে উপস্থিত হয়ে আন্ডারপাস নির্মাণের জন্য উর্ধতন কর্তৃপক্ষের কাছে দাবি পৌঁছে দেয়ার আশ্বাস দিলে বিক্ষোভকারীরা রাস্তা থেকে সরে যায়। মানববন্ধনে জানায়, দাবি পূরণ না হলে আগামী ১০ নবেম্বর ফের তারা রাস্তায় নামবেন। বিক্ষোভে শ্রীনগর উপজেলা ভাইস চেয়ারম্যান সেলিম হোসেন খান, সরকার ও বিরোধীদলীয় রাজনৈতিক নেতাকর্মী ও অন্যান্য দলের রাজনৈতিক নেতারাসহ এলাকাবাসী উপস্থিত ছিলেন। সিরাজগঞ্জ জেলা বিএনপি অফিসে অগ্নিসংযোগ স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ ॥ সিরাজগঞ্জ শহরের ইবি রোডে জেলা বিএনপির দলীয় কার্যালয়ে মঙ্গলবার অগ্নিসংযোগ ও ভাংচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় বিএনপি নেতারা আওয়ামী লীগকে দায়ী করলেও আওয়ামী লীগের পক্ষ থেকে তা অস্বীকার করা হয়েছে। জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু অভিযোগ করেন বেলা সাড়ে ১১টার দিকে আওয়ামী লীগ নেতাকর্মীরা মিছিল নিয়ে এসে নেতাকর্মী শূন্য বিএনপির দলীয় কার্যালয় ভাংচুর ও অগ্নিসংযোগ করে। আশপাশের বেশ ক’টি বসতবাড়িতেও এ সময় হামলা চালানো হয়। এ বিষয়ে জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও সিরাজগঞ্জ-২ আসনের এমপি অধ্যাপক ডাঃ হাবিবে মিল্লাত মুন্না স্থানীয় গণমাধ্যমকর্মীদের কাছে দাবি করেন, অগ্নিসংযোগ ও ভাংচুরের ঘটনা বিষয়ে বিএনপি নেতারা মিথ্যা অভিযোগ করেছেন। তিনি আরও বলেছেন আদালতের রায়ে খালেদা জিয়ার সাজা হওয়ার ঘটনায় সোমবার সন্ধ্যায় বিএনপি-জামায়াতের নেতাকর্মীরা জেলা মহিলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে ও সদর থানা আওয়ামী লীগ নেতা বেল্লাল হোসেনের সয়াধানগড়াস্থ বাড়িতে পেট্রোল বোমা হামলা চালায়। ওই ঘটনার প্রতিবাদে মঙ্গলবার ১১টার দিকে শহরে বিক্ষোভ মিছিল করা হয়েছে।
×