ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মোহাম্মদ আলী হাসপাতাল

ডিসেম্বরেই বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটে চিকিৎসা শুরু হচ্ছে

প্রকাশিত: ০৬:৪২, ৩১ অক্টোবর ২০১৮

ডিসেম্বরেই বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটে চিকিৎসা শুরু হচ্ছে

স্টাফ রিপোর্টার, বগুড়া অফিস ॥ বগুড়ার মোহাম্মদ আলী হাসপাতালে আধুনিক সব সুবিধার বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটের চিকিৎসা কার্যক্রম ডিসেম্বরের মধ্যেই শুরু হচ্ছে। অবকাঠামো স্থাপনার নির্মাণ কাজ প্রায় শেষ। নবেম্বরের মাঝামাঝি গণপূর্ত বিভাগ বগুড়ার আড়াইশ’ শয্যার এই জেনারেল হাসপাতালের (মোহাম্মদ আলী হাসপাতাল) বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটের অবকাঠামো হস্তান্তর করবে। হাসপাতালের তত্ত্ব¡াবধায়ক এটিএম নুরুজ্জামান সঞ্জয় জানান, আধুনিক এই ইউনিটের জন্য জনবল, চিকিৎসার উন্নত মেডিক্যাল ইক্যুইপমেন্ট চেয়ে ওপর মহলে জরুরী চিঠি পাঠানো হয়েছে। আশা করা যায়, শীঘ্রই লোকবল নিয়োগ এবং আধুনিক মেডিক্যাল সরঞ্জাম স্থাপিত হবে। বিশেষায়িত এই ইউনিটে শয্যা সংখ্যা দশ। অবকাঠামো নির্মাণে ব্যয় ধরা হয়েছে ৩ কোটি ৩৭ লাখ টাকা। বর্তমানে আগুনে পোড়া ও এসিডে ঝলসানো রোগীদের সাধারণ চিকিৎসা দিয়ে সারিয়ে তোলার চেষ্টা করা হয়।
×