ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

ছাত্রদল নেতা হত্যা মামলায় ৯ জনের যাবজ্জীবন

প্রকাশিত: ০৬:৪০, ৩১ অক্টোবর ২০১৮

ছাত্রদল নেতা হত্যা মামলায় ৯ জনের যাবজ্জীবন

স্টাফ রিপোর্টার, খুলনা অফিস ॥ যশোর জেলা ছাত্রদলের সহ-সভাপতি কবির হোসেন পলাশ হত্যা ও বিস্ফোরক মামলার রায়ে ৯ জনকে যাবজ্জীবন সশ্রম কারাদ- দেয় আদালত। একই সঙ্গে প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ১ বছর করে সশ্রম কারাদ- দেয়া হয়। রায়ে দুই আসামিকে খালাস দেয়া হয়। মঙ্গলবার খুলনার দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক এম এ রব হাওলাদার এ রায় দেন। দ-প্রাপ্ত আসামিরা হলো যশোর শহরের ষষ্ঠিতলা পাড়ার তরিকুল ইসলাম, চাঁচড়া রায়পাড়ার প্রিন্স ওরফে বিহারী প্রিন্স, গাড়িখানা রোডের জাহিদুল ইসলাম ওরফে কালা মানিক, ঘোপ বৌবাজার এলাকার রবিউল শেখ, ঘোপ নওয়াপাড়া রোডের সজল, টুটুল গাজী, বেজপাড়ার টিবি ক্লিনিক এলাকার ফয়সাল গাজী, রেলগেট পশ্চিমপাড়ার শহিদুল ইসলাম খান ওরফে সাইদুল, শহরের ষষ্ঠিতলা পাড়ার ভাড়াটিয়া শহিদুল ইসলাম। এদের মধ্যে পলাতক রয়েছে প্রিন্স ওরফে বিহারী প্রিন্স, জাহিদুল ইসলাম ওরফে কালা মানিক, রবিউল শেখ, শহিদুল ইসলাম খান ওরফে সাইদুল, শহিদুল ইসলাম। খালাসপ্রাপ্তরা হলো যশোরের চাঁচড়া রায়পাড়া এলাকার আল মাসুদ রানা ওরফে মাসুদ ও পূর্ব বারান্দিপাড়া কবরস্থান রোডের রাজ্জাক ফকির। মামলার বিবরণে জানা যায়, ২০১৩ সালের ৯ ডিসেম্বর সন্ধ্যায় যশোর শহরের ঈদগাহ মোড় এলাকায় অবস্থান করছিলেন ছাত্রদল নেতা পলাশ। এ সময় মোটরসাইকেলযোগে আসা সন্ত্রাসীরা পলাশকে গুলি ও বোমা মেরে রক্তাক্ত অবস্থায় ফেলে রেখে পালিয়ে যায়। পরে পলাশকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় ১৩ ডিসেম্বর নিহত পলাশের বোন ফারহানা ইয়াসমিন ১১ জনের নাম উল্লেখ করে যশোর কোতোয়ালি থানায় মামলা দায়ের করেন।
×