ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

কুড়িয়ে পাওয়া শিশু দত্তক নিতে থানায় ভিড়

প্রকাশিত: ০৬:৪০, ৩১ অক্টোবর ২০১৮

কুড়িয়ে পাওয়া শিশু দত্তক নিতে থানায় ভিড়

সংবাদদাতা, নান্দাইল, ময়মনসিংহ, ৩০ অক্টোবর ॥ ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের পাশে ঘোষপালা নামক স্থানে গত রবিবার রাত ৯টার দিকে শিশুর কান্নার আওয়াজ পান কলেজছাত্র আনিছুর রহমান হৃদয়। পরে মোবাইলের আলো জ্বালিয়ে সন্ধান পান সদ্য জন্ম নেয়া এক নবজাতকের। তখন নবজাতকটি খালি গায়ে দুই পা ওপরে উঠিয়ে কান্না করছে আর শীতে কাঁপছে। এ অবস্থায় নিজেদের শরীরের শার্ট খুলে শিশুটিকে মুড়িয়ে নিয়ে যায় থানায়। পরে ওসি কুড়িয়ে পাওয়া ওই শিশুটিকে দ্রুত হাসপাতালে নিয়ে যান। এভাবেই অল্পের জন্য রক্ষা পায় নবজাতকটি। জানা গেছে, গত সোমবার ও মঙ্গলবার নান্দাইল উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে চিকিৎসাধীন থাকা শিশুটিকে দেখতে যেমন ভিড় জমিয়েছে উৎসুক লোকজন তেমনি প্রায় ৪০ জন নিঃসন্তান দম্পত্তি নবজাতককে দত্তক নিতে ওসি বরাবর আবেদন করেন। ওসি কামরুল ইসলাম মিয়া তাদের জানিয়েছেন, ওই শিশুটিকে এখন পেতে হলে আদালতে যেতে হবে। মঙ্গলবার থানায় দত্তক নিতে আসা নান্দাইল সদরের নিকাহ রেজিস্ট্রার গোলাম মাওলা বলেন, ১৪ বছর ধরে একটি সন্তানের আশায় আছি। এ সময় আক্ষেপ করে বলেন, কেউ সন্তান পায় না, আর কেউ ফেলে যায়। কুড়িয়ে পাওয়া কন্যা সন্তানটিকে তিনি নিজের সন্তান হিসেবে মানুষ করতে চান। দত্তক নিতে আসা চ-ীপাশা এলাকার আব্দুল আহাদ মিয়া বলেন, তিনি বিয়ে করেছেন ২০ বছর হয়। এখন পর্যন্ত তার কোন সন্তান হয়নি। সন্তানের মুখে বাবা ডাক শোনার জন্য মনটা ব্যাকুল হয়ে আছে। থানায় কুড়িয়ে পাওয়া এক কন্যা সন্তান উদ্ধার হয়েছে শুনে তিনি আসেন দত্তক নেয়ার জন্য। তাকে দত্তক দিলে সন্তানের ¯েœহ দিয়ে মানুষ করবেন ওই শিশুটিকে। এভাবে প্রায় ৪০ জন নিঃসন্তান দম্পতি এই নবজাতকটিকে দত্তক নিতে থানায় ও হাসপাতালে ছুটে আসেন। স্থানীয় সুত্র জানায়, নান্দাইল সদর থেকে প্রায় দুই কিলোমিটার পূর্ব দিকে চ-ীপাশা ইউনিয়নের ঘোষপালা এলাকা। সেখানে একটি মাদ্রাসার পেছনেই ধান ক্ষেতে পড়েছিল নবজাতকটি। উদ্ধার করা যুবক আনিছুর রহমান হৃদয় বলেন, রবিবার নান্দাইল সদরে গিয়ে রাত নয়টার দিকে বাড়ি ফেরার পথে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের পাশে কান্নার আওয়াজ শুনতে পান। এক পর্যায়ে মোবাইলের আলো জ্বেলে দেখতে পান কাপড়বিহীন এক শিশু নড়াচড়া করে কান্না করছে। পরে নিজের গায়ের শার্ট খুলে শিশুটিকে মুড়িয়ে নান্দাইল থানায় চলে আসেন।
×