ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

দারিদ্র্য দূরীকরণে শিক্ষার বিকল্প নেই ॥ শিক্ষামন্ত্রী

প্রকাশিত: ০৬:৩৭, ৩১ অক্টোবর ২০১৮

দারিদ্র্য দূরীকরণে শিক্ষার বিকল্প নেই ॥ শিক্ষামন্ত্রী

স্টাফ রিপোর্টার ॥ শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, বাংলাদেশ ইতোমধ্যে নিম্নমধ্যম আয়ের দেশে উন্নীত হয়েছে। ২০২১ সালের মধ্যে আমরা একটি মধ্যম আয়ের দেশে উন্নীত হতে চাই। ২০৪১ সালে আমরা দেশকে উন্নত রাষ্ট্র হিসেবে বিশ্বের কাছে স্থাপন করে নেব। এখন আমাদের দারিদ্র্য দূরীকরণ বড় চ্যালেঞ্জ। শিক্ষাকে টেকসই করতে হলে দারিদ্র্য দূর করতে হবে। দারিদ্র্য দূরীকরণে শিক্ষার কোন বিকল্প নেই। মঙ্গলবার বেসরকারী উত্তরা ইউনিভার্সিটির ষষ্ঠ সমাবর্তন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলরের মনোনীত প্রতিনিধি হিসেবে শিক্ষামন্ত্রী সমাবর্তনের সভাপতিত্ব করেন। অনুষ্ঠানের সমাবর্তন বক্তা ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান প্রফেসর আব্দুল মান্নান। সমাবর্তনে শুভেচ্ছা বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এম. আজিজুর রহমান এবং অনুষ্ঠানের ধন্যবাদ জ্ঞাপন করেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. ইয়াসমীন আরা লেখা। অনুষ্ঠানে বোর্ড অব ট্রাস্টিজের সদস্যবৃন্দ, বিভিন্ন অনুষদের ডিনবৃন্দ, শিক্ষক-শিক্ষিকাবৃন্দ, অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন। এবার তিন হাজার ৫৮০ জন গ্র্যাজুয়েটদের সমাবর্তন প্রদান করা হয়। নতুন নতুন গবেষণায় বিশ্ববিদ্যালয়গুলোকে আরও বেশি মনযোগী হওয়ার তাগিদ দিয়ে শিক্ষামন্ত্রী বলেন, বিশ্ববিদ্যালয়গুলো হবে জ্ঞানচর্চা, গবষেণা ও নতুন জ্ঞান অনুসন্ধানের ক্ষেত্র। সবাইকে গবেষণায় মনযোগী হতে হবে। গবেষণা ছাড়া উচ্চশিক্ষা হয় না। তাহলেই আমাদের বিশ্ববিদ্যালয়গুলোর সৃষ্ট জ্ঞান আমাদের জাতির মৌলিক ও বিশেষ সমস্যাগুলোর সমাধানে কাজে আসবে। দেশের বেসরকারী বিশ্ববিদ্যালয়গুলোকে মানসম্মত শিক্ষা নিশ্চিত করার তাগিদ দিয়ে মন্ত্রী বলেন, যারা মানসম্মত শিক্ষা দিতে পারবেন না, তারা প্রতিযোগিতার বাজার থেকে এমনিতেই হারিয়ে যাবেন। এটা খুবই স্বাভাবিক।
×