ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

লভ্যাংশ না দেয়ায় ইভিন্স টেক্সটাইলের এজিএমে হট্টগোল

প্রকাশিত: ০৬:৩০, ৩১ অক্টোবর ২০১৮

লভ্যাংশ না দেয়ায় ইভিন্স টেক্সটাইলের এজিএমে হট্টগোল

২০১৭-১৮ অর্থবছরের ব্যবসায় কোন প্রকার লভ্যাংশ না দেয়ায় ইভিন্স টেক্সটাইলের বার্ষিক সাধারণ সভায় (এজিএম) হতাশা ব্যক্ত করেছেন কোম্পানিটির শেয়ারহোল্ডাররা। আর আগামীতে কোম্পানি কর্তৃপক্ষ এমনটি করলে, বিষয়টা শেয়ারহোল্ডাররা অন্যভাবে দেখবেন বলে হুঙ্কার দিয়েছেন। মঙ্গলবার রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধারায় (আইসিসিবি) ইভিন্স টেক্সটাইলের ১৯তম এজিএম শেয়ারহোল্ডাররা এই হুঙ্কার দিয়েছেন। এজিএমে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান আনোয়ার-উল আলম বলেন, আপনারা যে বিশ্বাস করে আমাদের কোম্পানিতে বিনিয়োগ করেন, সেই বিশ্বাস ধরে রাখার দায়িত্ব আমাদের। আর আমরা সবসময় আপনাদের বিশ্বাস কিভাবে ধরে রাখা যায় সেইভাবে কাজ করে যাচ্ছি। তিনি বলেন, আমাদের কোম্পানির লভ্যাংশ না দেয়ার সিদ্ধান্ত শুনে অনেক শেয়ারহোল্ডার মানসিকভাবে আহত হয়েছেন। -অর্থনৈতিক রিপোর্টার ওয়াতা কেমিক্যালের লভ্যাংশ ঘোষণা শেয়ারবাজারে তালিকাভুক্ত ওয়াতা কেমিক্যালস ৩০ জুন ২০১৮ সমাপ্ত অর্থবছরের শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ ক্যাশ ও ৩০ শতাংশ স্টক লভ্যাংশ দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে। জানা গেছে, সমাপ্ত অর্থবছরে কোম্পানির শেয়ার প্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ৫.৯১ টাকা এবং শেয়ার প্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৭৬.৫৫ টাকায়। ঘোষিত লভ্যাংশ শেয়ারহোল্ডারদের অনুমোদনের জন্য কোম্পানিটির বার্ষিক সাধারণ সভার (এজিএম) তারিখ, সময় এবং স্থান পরে জানানো হবে। এজিএম সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ২০ নবেম্বর। -অর্থনৈতিক রিপোর্টার
×