ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

খাশোগির পর এবার দোসারি রাষ্ট্রীয় হামলার শিকার

প্রকাশিত: ০৬:০৯, ৩১ অক্টোবর ২০১৮

খাশোগির পর এবার দোসারি রাষ্ট্রীয় হামলার শিকার

স্বেচ্ছা নির্বাসনে থাকা সৌদি ভিডিও ব্লগার গানেম আল দোসারির ওপর হামলার ঘটনায় উচ্চপর্যায়ের তদন্ত শুরু করেছে ব্রিটিশ পুলিশ। তদন্ত শুরুর বিষয়টি সোমবার নিজেই জানিয়েছেন দোসারি। আরব নিউজ। সাংবাদিক জামাল খাশোগিকে হত্যার এক মাস আগে মধ্য লন্ডনের রাস্তায় দোসারিকে মারধর করে দুইজন সৌদি এজেন্ট। দোসারি জানান, ‘আমার মনে হয়, খাশোগির ঘটনার পর বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়েছে পুলিশ।’ হামলাকারীদের সঙ্গে সৌদি সরকারের যোগাযোগ রয়েছে এমন ধারণা করছে তারা। ভিন্নমতাবলম্বী এই রম্য লেখক সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে নিয়ে ব্যঙ্গ-তামাশা করে সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখেন, যার পাঠক লাখ লাখ। দোসারি জানান, ইস্তানবুলের সৌদি কনস্যুলেটের ভেতর জামাল খাশোগিকে হত্যার পর ব্রিটেনে নিরাপদ বোধ করছেন না বলে। ব্রিটেনে রাজনৈতিক আশ্রয়ে থাকা দোসারি জানান, যদি আমার ওপর আক্রমণকারীদের কিছুই না হয় তবে সৌদি সরকারের সমালোচনাকারীদের তারা আক্রমণ করেই চলবে। এদিকে লন্ডন পুলিশ জানিয়েছে, দোসারির ওপর হামলার ঘটনায় তারা তদন্ত শুরু করেছে। প্রকাশ্যে দিনের বেলায় লন্ডনের হ্যারডস ইম্পোরিয়াম ল্যান্ডমার্কে দোসারির ওপর আক্রমণ হয়। এর ভিডিও ফুটেজ রয়েছে।
×