ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ইকুয়েডরে এ্যাসাঞ্জের আবেদন খারিজ

প্রকাশিত: ০৬:০৮, ৩১ অক্টোবর ২০১৮

ইকুয়েডরে এ্যাসাঞ্জের আবেদন খারিজ

ইকুয়েডর সরকারের আরোপকৃত নতুন নিয়মাবলীকে চ্যালেঞ্জ করে উইকিলিকস প্রতিষ্ঠাতা জুলিয়ান এ্যাসাঞ্জের করা আবেদনটি খারিজ করে দিয়েছে দেশটির আদালত। আরোপিত নতুন বিধি-নিষেধকে রাজনৈতিক আশ্রয়ের অবসান ঘটানোর পাঁয়তারা বলছেন এ্যাসাঞ্জ। তবে বিচারপতি কারিনা মার্টিনেজ বলেছেন, ইন্টারনেট, খাবার ও লন্ড্রি বিল পরিশোধ ও নিজের পোষা বিড়ালের যতœœ নিতে ইকুয়েডর সরকার এ্যাসাঞ্জকে যে নিয়মাবলী বেঁধে দিয়েছে, তা রাজনৈতিক আশ্রয়ের অধিকারের সঙ্গে সাংঘর্ষিক নয়। লন্ডনস্থ ইকুয়েডর দূতাবাসে আশ্রয় নেয় এ্যাসাঞ্জকে সেখান থেকে বের হয়ে যেতে বাধ্য করার জন্য এ নিয়ম আরোপ করা হয়েছে বলে যুক্তি দেখিয়েছিলেন তার আইনজীবী। তিনি এরইমধ্যে রুলের বিরুদ্ধে আপীলও করেছেন। এ্যাসাঞ্জ রাজনৈতিক আশ্রয় নিয়ে ২০১২ সাল থেকে লন্ডনে ইকুয়েডর দূতাবাসে বাস করছেন। সুইডেনে দুই নারীকে যৌন নিপীড়নের অভিযোগ উঠার পর ওই বছরের জুন থেকে সেখানে আছেন এ্যাসাঞ্জ।
×