ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

সংবাদ সম্মেলনে স্যান্ডার্স

হামলার জন্য ট্রাম্প প্রশাসনকে দায়ী করা ঠিক নয়

প্রকাশিত: ০৬:০৮, ৩১ অক্টোবর ২০১৮

হামলার জন্য ট্রাম্প প্রশাসনকে দায়ী করা ঠিক নয়

যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়া অঙ্গরাজ্যের পিটার্সবার্গ সিনাগগে শনিবার বন্দুক হামলায় ১১ জনের মৃত্যুর জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে দায়ী করার বিষয়টিকে ‘জঘন্য’ হিসেবে বর্ণনা করেছেন তার প্রেস সেক্রেটারি সারাহ সান্ডার্স। সোমবার সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘এ হামলার জন্য প্রেসিডেন্ট দায়ী নন। তিনি ও ফার্স্টলেডি মঙ্গলবার পেনসিলভানিয়া সফরে যাবেন। বিবিসি। ট্রাম্পের কথা বা কাজ পিটার্সবার্গ হামলা বা সম্প্রতি মেইল বোমা পাঠানো হতে পারে সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে সান্ডার্স বলেন, ‘আমার মনে হয়, এই ধরনের জঘন্য কাজের জন্য প্রেসিডেন্ট এবং তার প্রশাসনের সদস্যদের দোষী করা হবে খুবই দায়িত্বজ্ঞানহীন কাজ। এ সময় আবেগাপ্লুত হয়ে পড়া সান্ডার্স জানান, আমেরিকান ইহুদীদের খুবই শ্রদ্ধা করেন প্রেসিডেন্ট। হামলাকারী ট্রাম্পের সমর্থক নন। বরং ইহুদীদের উৎপাত বন্ধ না করার জন্য ট্রাম্পকে দোষারোপ করেছেন হামলাকারী। সিনাগগে ইহুদীদের ওপর বন্দুক হামলার ঘটনায় নিন্দা জানিয়ে ট্রাম্প বলেছেন, ইহুদী বিরোধী কোন কিছু সহ্য করা হবে না।’ এদিকে ইহুদীদের সোস্যাল জাস্টিস অর্গানাইজেন বেন্ড দ্য আর্ক প্রেসিডেন্ট ট্রাম্পকে লেখা এক চিঠিতে জানিয়েছে, প্রেসিডেন্ট ট্রাম্প যতক্ষণ আপনি শেতাঙ্গ জাতীয়তাবাদের নিন্দা না করছেন ততক্ষণ আপনাকে পিটার্সবার্গে স্বাগত জানানো হবে না।
×