ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

কাশ্মীরে পাক সেনা দফতরে ভারতের সার্জিক্যাল স্ট্রাইক

প্রকাশিত: ০৬:০৭, ৩১ অক্টোবর ২০১৮

কাশ্মীরে পাক সেনা দফতরে ভারতের সার্জিক্যাল স্ট্রাইক

ভারতের জম্মু-কাশ্মীরের পুঞ্চ এবং ঝালাসের সেনা ব্রিগেড দফতরে হামলা চালিয়েছিল পাকিস্তানী সেনারা। জবাবে পাকিস্তান শাসিত কাশ্মীরের খুইরাট্টা এবং সামানি এলাকার সেনা সদরে হামলা চালানো হয়েছে বলে মঙ্গলবার ভারতীয় সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে। ইকোনোমিক টাইমস ও আনন্দবাজার পত্রিকা। ভারতীয় সূত্র জানায়, ২৩ অক্টোবর পুঞ্চে ব্রিগেড সদর দফতরসহ ঘাঁটি লক্ষ্য করে হামলা চালায় পাকিস্তান। জবাবে মঙ্গলবার খুইরাট্টা ও সামানিতে পাকিস্তান সেনাবাহিনীর প্রশাসনিক সদর দফতরে হামলা চালায় ভারত। সীমান্ত এলাকার গ্রামবাসীরা পাকিস্তানী সেনাবাহিনীর দফতর থেকে ধোঁয়া বেরোতে দেখেছেন। এছাড়া পাকিস্তান অধিকৃত কাশ্মীর থেকে পাওয়া তথ্যেও জানা গেছে, ভারতের হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে পাক সেনা দফতর। সংযম দেখাচ্ছে ভারত। তাই নিয়ন্ত্রণ রেখার কাছে পাকিস্তান অধিকৃত কাশ্মীরের হাজিরা, বান্ডি গোপালপুর, নিকিয়াল, সামানি ও খুইরাট্টার জনবসতি অঞ্চলে হামলা চালানো হয়নি। হামলার একটি ভিডিও প্রকাশ করেছে ভারতীয় সেনাবাহিনী। সেনাবাহিনীর দাবি, ২০১৭ সালে ভারতের পাল্টা হামলায় পাকিস্তানের ১৩৮ জন সেনা নিহত হন। তবে ২০১৮ সালে পাকিস্তান ফের সংঘর্ষ বিরতির আবেদন জানায়। ফলে তাদের হতাহতের সংখ্যা কিছুটা কমে।
×