ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সত্য গোপন করবেন না, ট্রাম্পকে খাশোগির বাগদত্তা

প্রকাশিত: ০৬:০৭, ৩১ অক্টোবর ২০১৮

সত্য গোপন করবেন না, ট্রাম্পকে খাশোগির বাগদত্তা

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সৌদি ভিন্ন মতাবলম্বী বিরোধী সাংবাদিক জামাল খাশোগির হত্যা বিষয়ে সত্য প্রকাশে সাহায্য করার আহ্বান জানিয়েছেন খাশোগির বাগদত্তা খাদিজা চেঙ্গিস। সোমবার লন্ডনে ওয়াশিংটন পোস্টের সঙ্গে আলাপকালে তিনি এ আহ্বান করেন। ওয়াশিংটন পোস্ট। খাদিজা বলেন, ‘খাশোগি হত্যায় সারাবিশ্বের মানুষের সমবেদনার জন্য আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। কিন্তু এ বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের কার্যকলাপে আমি হতাশ হয়েছি। খাদিজা বলেন, খাশোগি হত্যা বিষয়ে সত্য প্রকাশের পাশাপাশি ন্যায়বিচার প্রতিষ্ঠায় ট্রাম্পকে এগিয়ে আসতে হবে। তার এই মন্তব্য এমন একসময় আসল যখন ট্রাম্পের আমন্ত্রণ তিনি প্রত্যাখ্যান করেছেন। ট্রাম্প তাকে হোয়াইট হাউসে আমন্ত্রণ জানিয়েছিলেন। খাদিজা বলেন, ‘তার এই মৃত্যু বিশ্বব্যাপী গণতন্ত্র পুনরুদ্ধারে লড়াই করার জন্য। আমি খাশোগির মৃতদেহ দেখতে চাই এবং সম্মানের সঙ্গে তাকে দাফন করতে চাই।’ এর আগে খাদিজা বিয়ে করার জন্য প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করতে গিয়ে গত ২ অক্টোবর ইস্তানবুলের সৌদি কনস্যুলেটে নির্মমভাবে নিহত হন জামাল খাশোগি। এই পাশবিক হত্যাকা-ের ব্যাপারে অন্তত চারবার নিজের অবস্থান পরিবর্তন করে সৌদি আরব সম্প্রতি স্বীকার করেছে, পূর্ব পরিকল্পিতভাবে খাশোগিকে হত্যা করা হয়েছে। তবে এ ঘটনায় রাজ পরিবারের জড়িত থাকার কথা এখনও অস্বীকার করে যাচ্ছে রিয়াদ। যদিও তুরস্কের তদন্তকারী কর্মকর্তারা বলছেন, সৌদি যুবরাজের ঘনিষ্ঠ একজন সহযোগী এই হত্যাকা-ে জড়িত রয়েছেন। কিন্তু ট্রাম্প বলেছেন, তিনি মনে করছেন যুবরাজ মোহাম্মাদ বিন সালমান হয়তো এ হত্যাকা-ের বিষয়ে কিছুই জানতেন না। তিনি সৌদি আরবের কাছে ১১০ বিলিয়ন ডলারের সমরাস্ত্র বিক্রির চুক্তি বাতিল করতেও অনীহা প্রকাশ করেছেন।
×