ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

রোগী হত্যায় নার্সের বিচার

প্রকাশিত: ০৫:৪৪, ৩১ অক্টোবর ২০১৮

রোগী হত্যায় নার্সের বিচার

১০০ রোগীকে হত্যার অভিযোগে এক নার্সের বিচার শুরু করেছে জার্মানি। দেশটির ওল্ডেনবার্গ শহরের একটি আদালতে তার বিচার হচ্ছে। ঘাতক ওই নার্সের নাম নিলস হগেল (৪১)। গোয়েন্দারা বলছেন, হগেল তার তত্ত্বাবধানে থাকা রোগীদের শরীরে প্রাণঘাতি ওষুধ প্রয়োগ করে মেরে ফেলতেন। তার উদ্দেশ্যে ছিল এসব রোগীদের শরীরে প্রাণঘাতি ওষুধ প্রয়োগ করে জ্ঞান ফিরিয়ে আনার নাম করে সহকর্মীদের ওপর প্রভাব বিস্তার করা। তিনি তার অধীনে থাকা দুই হাসপাতালের রোগীদের সঙ্গে এটি করতেন। কয়েকজন রোগীকে হত্যার দায়ে হেগেল বর্তমানে যাবজ্জীবন কারাদ- ভোগ করছেন। তবে নতুন করে তার বিরুদ্ধে ওল্ডেনবার্গে ৩৬ জন ও ডেলমেনহরস্টের ৬৪ রোগীকে হত্যার অভিযোগ আনা হয়েছে। এসব রোগীদের দেহাবশেষ পরীক্ষা করে তার বিরুদ্ধে হত্যার অভিযোগ আনা হয়। কারণ এসব দেহাবশেষে বিষ প্রয়োগের প্রমাণ পাওয়া গেছে। -বিবিসি
×