ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

আবহাওয়া অধিদফতরের সেবা সম্পর্কে সচেতনতা সৃষ্টির বিষয়ে মতবিনিময়

প্রকাশিত: ০৫:৩৬, ৩১ অক্টোবর ২০১৮

আবহাওয়া অধিদফতরের সেবা সম্পর্কে সচেতনতা সৃষ্টির বিষয়ে মতবিনিময়

স্টাফ রিপোর্টার ॥ আবহওয়া সেবা ও পূর্বাভাস সম্পর্কে গণসচেতনতা সৃষ্টি এবং সতর্কতা অবলম্বনের মাধ্যমে প্রাকৃতিক দুর্যোগের ক্ষয়ক্ষতি কমিয়ে আনা সম্ভব। এ লক্ষ্যকে সামনে রেখে আবহাওয়া অফিস দেশের অন্যান্য সেবা সংস্থার মতোই আবহাওয়া সম্পর্কে সার্বক্ষণিক সেবা দিয়ে যাচ্ছে। আবহাওয়া সম্পর্কে তথ্য উপাত্ত বর্তমানে অনলাইনের প্রচারের পাশাপাশি তারা এখন এ্যাপস ভিত্তিক সেবা কার্যক্রম চালু করেছে। মঙ্গলবার আবহাওয়া অধিদফতরের অন্যান্য সেবা সম্পর্কে গণসচেতনতা বৃদ্ধি নিয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় এই তথ্য জানান আবহাওয়াবিদরা। আবহাওয়ার অধিদফতরের সেমিনার কক্ষে বিভিন্ন প্রিন্ট এবং ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন অধিদফতরের পরিচালক সামছুদ্দিন আহমেদ। অনুষ্ঠানে আবহাওয়াবিদরা বলেন, দেশের আবহাওয়া অধিদফতর শুধুমাত্র দুর্যোগের সময় সেবা দিয়ে থাকে এমন ধারণা সাধারণ মানুষের মধ্যে বেশি প্রচারিত। বাস্তবে অধিদফতর থেকে নিয়মিত আবহাওয়া উপাত্ত সংগ্রহ, সংরক্ষণ, প্রক্রিয়াজাতকরণ, চাহিদা মোতাবেক উক্ত তথ্য গবেষণার কাজে ব্যবহারের জন্য সরবরাহ করছে। কৃষি ও কৃষকদেরে জন্য দিচ্ছে সাপ্তাহিক কৃষি আবহাওয়া পূর্বাভাস। সূর্যদয়, সূর্যাস্ত চন্দ্রোদয়, চন্দ্রাস্ত, সেহরী, ইফতারের সময়সূচী প্রস্তুত ও সরবরাহ করা এই অধিদফতরের কাজ। আবহাওয়া অধিদফতর কর্তৃক প্রদানকৃত আবহাওয়ার পূর্বাভাস বিভিন্ন মন্ত্রণালয়, সরকারী বেসরকারী প্রতিষ্ঠানে সরবরাহ করা হয়। দেশে বর্তমানে আবহাওয়া বিষয়ে উচ্চশিক্ষার সুযোগ সৃষ্টি করা হয়েছে। তারা বলেন, যে কোন সময় দেশের যে কোন স্থানের আবহাওয়া পরিস্থিতি জানতে চালু করা হয়েছে বিএমডি ওয়েদার এ্যাপস। এ্যাপসটি ব্যবহার করে স্মার্ট ফোনের মাধ্যমে জানা যাবে আবহাওয়া গুরুত্বপূর্ণ তথ্য। ফলে দেশে আবহাওয়া সেবা এখন হয়ে উঠেছে সবার হাতের মুঠোয়। আবহাওয়া অধিদফতরের এই আলোচনা অনুষ্ঠানে অন্যদের মধ্যে অভিনেতা নাট্যকার ড. ইনামুল হক, অভিনয় শিল্পী দিলারা জামান, আহাওয়া অধিদফরের কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।
×