ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

চট্টগ্রামে এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণে চুক্তি স্বাক্ষর

প্রকাশিত: ০৫:৩৫, ৩১ অক্টোবর ২০১৮

চট্টগ্রামে এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণে চুক্তি স্বাক্ষর

লালখান বাজার থেকে শাহ আমানত বিমান বন্দর পর্যন্ত এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণে চুক্তি স্বাক্ষর করল ম্যাক্স-র‌্যাঙ্কেন জয়েন্ট ভেঞ্চার ও চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)। ফলে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) সরাসরি তত্ত্বাবধানে এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের দায়িত্ব পেল ম্যাক্স-র‌্যাঙ্কেন জয়েন্ট ভেঞ্চার। এই প্রকল্পটি আন্তর্জাতিক উন্মুক্ত টেন্ডারের মাধ্যমে সর্বনিম্ন দরদাতা হিসেবে ম্যাক্স-র‌্যাঙ্কেন জয়েন্ট ভেঞ্চার নির্বাচিত হয়। মঙ্গলবার চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) অফিসে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আবদুচ ছালাম, প্রকল্প পরিচালক মোঃ মাহফুজুর রহমান, ম্যাক্স-র‌্যাঙ্কেন জয়েন্ট ভেঞ্চার ও ম্যাক্স গ্রুপের চেয়ারম্যান প্রকৌশলী গোলাম মোহাম্মদ আলমগীরসহ উর্ধতন কর্মকর্তাবৃন্দ। বাংলাদেশ সরকারের নিজস্ব অর্থায়নে নির্মিতব্য এ মেগা প্রকল্পের নির্মাণকাল ধরা হয়েছে চার বছর। চার লেন বিশিষ্ট এক্সপ্রেসওয়ের মূল ফ্লাইওভারের দৈর্ঘ্য ১৬ কিলোমিটার এবং র‌্যাম্পের দৈর্ঘ্য ১২ কিলোমিটার। ম্যাক্স-র‌্যাঙ্কেন জয়েন্ট ভেঞ্চার এবং ম্যাক্স ইনফ্রাস্ট্রাকচার লিমিটেডের চেয়ারম্যান প্রকৌশলী গোলাম মোহাম্মদ আলমগীর জানান, চট্টগ্রামে চৌধুরী আখতারুজ্জামান ফ্লাইওভার আমরা সফলতার সঙ্গে সম্পন্ন করেছি। একইভাবে লালখান বাজার থেকে শাহ আমানত বিমান বন্দর পর্যন্ত এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণ কাজও আমরা দ্রুততার সঙ্গে সম্পন্ন করব। এই প্রকল্পের নির্মাণকাজ চলাকালীন সময়ে সাধারণ জনগণের চলাচলে ভোগান্তি কমিয়ে আনার লক্ষে সর্বাধুনিক প্রযুক্তি ও নির্মাণযন্ত্র ব্যবহার করা হবে বলে তিনি জানান।-বিজ্ঞপ্তি।
×