ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

অনিয়মের অভিযোগ তদন্তে হৃদরোগ হাসপাতালে দুদকের অভিযান

প্রকাশিত: ০৫:৩৪, ৩১ অক্টোবর ২০১৮

অনিয়মের অভিযোগ তদন্তে হৃদরোগ হাসপাতালে দুদকের অভিযান

স্টাফ রিপোর্টার ॥ স্বাস্থ্যসেবা প্রদানে বিভিন্ন অনিয়মের অভিযোগের ভিত্তিতে রাজধানীর হৃদরোগ হাসপাতালে অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে দুর্নীতির কারণে হৃদরোগ চিকিৎসা ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে, দুদক অভিযোগ কেন্দ্রে হটলাইন ১০৬ এ অভিযোগ আসলে দুদক মহাপরিচালক (প্রশাসন) মোহাম্মাদ মুনীর চৌধুরীর নির্দেশে দুদকের প্রধান কার্যালয় থেকে চার সদস্যের একটি টিম আকস্মিক অভিযান চালায়। সহকারী পরিচালক ফারজানা ইয়াসমিন নেতৃত্ব অভিযান পরিচালনা করেন। প্রায় ৪ ঘণ্টাব্যাপী হাসপাতালে এ অভিযান চালানো হয়। অভিযানে দুদক টিম জানতে পারে, হাসপাতালে বেড প্রাপ্তির ক্ষেত্রে ওয়ার্ডবয়দের ৫০০-১০০০ টাকা ঘুষ প্রদান করতে হয়। এছাড়াও সিরিয়াল ভেঙে ২০০-২৫০ টাকা ঘুষের বিনিময়ে ইমারজেন্সি ইসিজি করানো হয়। এমনকি ডেথ সার্টিফিকেট নেয়ার সময়ও ৪০০-৫০০ টাকা ঘুষ প্রদান করতে হয়। জানা গেছে, কোটি কোটি টাকা ব্যয়ে জীবাণুনাশক অটোক্লেভ মেশিন ক্রয়ের উদ্যোগ নিলেও হাসপাতালে ২টি অকেজো মেশিন ব্যবহৃত হচ্ছে। অকেজো মেশিন মেরামতে সরবরাহকারী প্রতিষ্ঠান সিএমএইচডির সঙ্গে যোগাযোগ করা হলেও কোন সাড়া মেলেনি।
×