ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

টাকা আত্মসাতের অভিযোগে ৭ প্রতারক গ্রেফতার

প্রকাশিত: ০৫:৩৪, ৩১ অক্টোবর ২০১৮

টাকা আত্মসাতের অভিযোগে ৭ প্রতারক গ্রেফতার

স্টাফ রিপোর্টার ॥ চাকরি দেয়ার কথা বলে টাকা আত্মসাত করার অভিযোগে ‘লাইফওয়ে বাংলাদেশ প্রাইভেট লিমিটেড’ নামে একটি প্রতিষ্ঠানের ৭ প্রতারককে গ্রেফতার করেছে সিআইডি। মঙ্গলবার দুপুরে সিআইডির সহকারী পুলিশ সুপার শারমীন জাহান জানান, লাইফওয়ে বাংলাদেশ প্রাইভেট লিমিটেড একটি ভুয়া নিয়োগ প্রতিষ্ঠান। বেকারদের নিয়োগের কথা বলে তারা জামানত হিসেবে টাকা জমা রেখে তা আত্মসাত করে। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতভর রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে প্রতারক চক্রের এই সাতজনকে গ্রেফতার করা হয়। সহকারী পুলিশ সুপার শারমীন জাহান জানান, দীর্ঘদিন ধরে গ্রেফতারকৃতরা বেকার যুবক ও তরুণকে বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি ও পণ্য বিক্রির মাধ্যমে টাকা উপার্জনের প্রলোভন দেখিয়ে প্রায় কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে। এর আগেও সাভারের আশুলিয়া, গাজীপুর থেকে এই প্রতিষ্ঠানের প্রতারক লোকজন পুলিশের হাতে গ্রেফতার হয়।
×