ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

নির্বাহী আদেশে জামায়াত নিষিদ্ধের দাবি

প্রকাশিত: ০৫:৩৩, ৩১ অক্টোবর ২০১৮

নির্বাহী আদেশে জামায়াত নিষিদ্ধের দাবি

স্টাফ রিপোর্টার ॥ অবিলম্বে নির্বাহী আদেশের মাধ্যমে জামায়াতের রাজনীতি নিষিদ্ধ করার দাবি জানিয়েছে বাংলাদেশ তরিকত ফেডারেশন (বিটিএফ)। স্বাধীনতাবিরোধী জামায়াতের নিবন্ধন বাতিলের প্রজ্ঞাপন প্রকাশ করায় নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানিয়ে তরিকত ফেডারেশন বলেছে, নিবন্ধন বাতিল হলেও এরা এখনও এদেশে রাজনীতি ও সাংগঠনিক কর্মকাণ্ড চালাচ্ছে। বাংলাদেশ তরিকত ফেডারেশনের চেয়ারম্যান আলহাজ সৈয়দ নজিবুল বশর মাইজভা-ারী এমপি, মহাসচিব ড. সৈয়দ রেজাউল হক চাঁদপুরী এক যুক্ত বিবৃতিতে বলেছেন, হাইকোর্টের মামলায় স্বাধীনতাবিরোধী জামায়াতে ইসলামীর নিবন্ধন বাতিল করে। দীর্ঘদিন পর নির্বাচন কমিশন নিবন্ধন বাতিলের প্রজ্ঞাপন প্রকাশ করায় নির্বাচন কমিশন ও মামলার আইনজীবী ব্যারিস্টার তানিয়া আমীরসহ সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন ও ধন্যবাদ। নেতৃবৃন্দ বলেন, স্বাধীনতাবিরোধী জামায়াতে ইসলামীর নিবন্ধন বাতিলের প্রজ্ঞাপন প্রকাশের মাধ্যমে মুক্তিযুদ্ধের পক্ষের বিজয় এবং জাতির জনক বঙ্গবন্ধুর সোনার বাংলার কোটি কোটি মানুষের বিজয়। জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বাধীনতা ও মানবতাবিরোধীদের বিচারের রায় বাস্তবায়ন আইনী প্রক্রিয়ার অরেক ধাপ অগ্রগতি সাধিত হলো। নেতৃবৃন্দ আরও বলেন, স্বাধীনতা ও মানবতাবিরোধী রাজনৈতিক দল জামায়াতে ইসলামীর নিবন্ধন বাতিল হলেও এরা এখনও এদেশে রাজনীতি ও সাংগঠনিক কর্মকা- চালাচ্ছে। অবিলম্বে এদের রাজনৈতিক কর্মকা- নিষিদ্ধ করতে হবে। এদেশে তাদের রাজনীতি করার কোন অধিকার নেই। উল্লেখ্য, বাংলাদেশ তরিকত ফেডারেশনের মহাসচিব, ড. সৈয়দ রেজাউল হক চাঁদপুরীসহ অন্যদের মহামান্য হাইকোর্টে ২০০৯ সালের দায়ের করা ৬৩০ নং রিট পিটিশনের প্রেক্ষিতে হাইকোর্ট নিবন্ধন অবৈধ ঘোষণা করে।
×