ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

কাদেরের আশা

ঐক্যফ্রন্ট সংলাপে জামায়াতকে সঙ্গে নেবে না

প্রকাশিত: ০৫:৩২, ৩১ অক্টোবর ২০১৮

ঐক্যফ্রন্ট সংলাপে জামায়াতকে সঙ্গে নেবে না

স্টাফ রিপোর্টার ॥ আগামী এক নবেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সংলাপে অংশ নিতে নিবন্ধন বাতিল হওয়া জামায়াতে ইসলামীর কাউকে জাতীয় ঐক্যফ্রন্ট সঙ্গে নেবে না বলে আশাবাদী আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, কারো আন্দোলন বা চাপের মুখে সংলাপের আয়োজন হয়নি। খোলামেলা পরিবেশে তিন বিষয়ে ঐক্যফ্রন্টের সঙ্গে আলোচনা করতে চান তারা। যদিও ঐক্যফ্রন্টের পক্ষ থেকে সাত দফা দাবি ও নয় দফা লক্ষ্যের কথা উল্লেখ করা হয়েছে চিঠিতে। মঙ্গলবার সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জামায়াত ইস্যুতে ওবায়দুল কাদের বলেন, ঐক্যফ্রন্টের সঙ্গে সংলাপে নিবন্ধনের বাইরে বোধ হয় কারো আসার সুযোগ নেই। ঐক্যফ্রন্ট গঠনের পর থেকেই নির্বাচন নিয়ে সরকারকে আলোচনার আহ্বান জানিয়ে আসছিল ফ্রন্টের নেতারা। কিন্তু আওয়ামী লীগের পক্ষ থেকে বারবারই আলোচনার বিষয়টি প্রত্যাখ্যান করা হয়েছে। বলা হয়, আলোচনার কোন প্রয়োজন নেই। দেশে এমন কোন পরিস্থিতি সৃষ্টি হয়নি আলোচনা করতে হবে। সর্বশেষ আলোচনার জন্য আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা ও দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের কাছে রবিবার চিঠি দেয়া হয় কামাল হোসেনের নেতৃত্বাধীন ঐক্যফ্রন্টের পক্ষ থেকে। ওবায়দুল কাদের জানান, তাদের আলোচনার তালিকায় সংবিধান সংশোধনের বিষয়টি আছে। দুয়েকটি বিষয় আছে যেগুলো আইন-আদালতের বিষয়। আবার দুয়েকটি বিষয় পুরোপুরি নির্বাচন কমিশনের এখতিয়ারের। সংলাপ নিয়ে আমরা যা বলেছি, সেটা আমাদের সরকার ও দলের নীতিগত বিষয়। আর তারা তাদের বিষয় নিয়ে কথা বলবেন। সাত দফা দাবি ও ১১টি লক্ষ্য নিয়ে তারা আলোচনা করতে চান। তাদের মোস্ট ওয়েলকাম।
×