ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

প্রধানমন্ত্রীর চিঠি ড. কামালের কাছে হস্তান্তর

প্রকাশিত: ০৫:৩১, ৩১ অক্টোবর ২০১৮

প্রধানমন্ত্রীর চিঠি ড. কামালের কাছে হস্তান্তর

বিশেষ প্রতিনিধি ॥ ‘সংবিধানসম্মত সকল বিষয়ে’ আলোচনার জন্য ড. কামাল হোসেনের নেতৃত্বে গঠিত জাতীয় ঐক্যফ্রন্টকে আগামীকাল বৃহস্পতিবার সন্ধ্যায় গণভবনে আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামী লীগের দফতর সম্পাদক ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. আবদুস সোবহান গোলাপ মঙ্গলবার সকালে ড. কামাল হোসেনের বাসায় গিয়ে তার হাতে আমন্ত্রণের চিঠি পৌঁছে দেন। প্রধানমন্ত্রীর চিঠি পাওয়ার পর প্রতিনিধি দল ঠিক করতে রাতে বৈঠকে বসেন জাতীয় ঐক্যফ্রন্টের নেতারা। এদিকে সকালে প্রধানমন্ত্রীর লেখা চিঠি হস্তান্তরের পর ড. আবদুস সোবহান গোলাপ সাংবাদিকদের বলেন, ‘আমি প্রধানমন্ত্রীর আমন্ত্রণপত্র ড. কামাল হোসেনের কাছে দিয়েছি। বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনাদের আমন্ত্রণ করেছেন।’ প্রধানমন্ত্রীর প্যাডে শেখ হাসিনা স্বাক্ষরিত ওই চিঠিতে ড. কামাল হোসেনকে উদ্দেশ করে লেখা হয়েছে, ‘সালাম ও শুভেচ্ছা নেবেন। আপনার ২৮ সেপ্টেম্বর, ২০১৮ তারিখের পত্রের জন্য ধন্যবাদ। অনেক সংগ্রাম ও ত্যাগের বিনিময়ে অর্জিত গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতে সংবিধানসম্মত সব বিষয়ে আলোচনার জন্য আমার দ্বার সর্বদা উন্মুক্ত। তাই আলোচনার জন্য আপনি যে সময় চেয়েছেন, সে পরিপ্রেক্ষিতে আগামী ১ নবেম্বর, ২০১৮ তারিখ সন্ধ্যা ৭টায় আপনাকে আমি গণভবনে আমন্ত্রণ জানাচ্ছি।’ ঐক্যফ্রন্টের নেতা মোস্তফা মহসীন মন্টু এ বিষয়ে সাংবাদিকদের জানান, আমরা শুধু ৭ দফা নয়, অন্য সব বিষয় ও বর্তমান যে বিষয়গুলো আছে সেই বিষয় নিয়ে দেশে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ তৈরি করার জন্য আমরা প্রধানমন্ত্রীকে অনুরোধ জানাব। এর জন্য উনি যদি কোন সাহায্য সহযোগিতা আমাদের কাছে চান, অবশ্যই ড. কামাল হোসেন বিস্তারিত কথা বলতে পারবেন। যেহেতু উনি সংবিধানের প্রণেতাদের অন্যতম, উনি এ বিষয়ে ব্যাখ্যাটা দিতে পারবেন। এ বিষয়টি আমরা উনার উপরে ছেড়ে দিচ্ছি, উনি সংলাপের নেতৃত্ব দেবেন।
×