ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ঢাকায় লাখো মুসল্লি ধারণক্ষমতার মসজিদ নির্মাণ করতে চায় সৌদি আরব

প্রকাশিত: ০৫:৩০, ৩১ অক্টোবর ২০১৮

ঢাকায় লাখো মুসল্লি ধারণক্ষমতার মসজিদ নির্মাণ করতে চায় সৌদি আরব

আজাদ সুলায়মান ॥ মসজিদের শহর ঢাকায় সৌদি বাদশাহর নামে বাংলাদেশের সবচেয়ে বড় মসজিদ নির্মাণের ইচ্ছা প্রকাশ করেছে সৌদি সরকার। অত্যাধুনিক স্থাপত্যরীতিতে দৃষ্টিনন্দন এ মসজিদটির স্থান নির্বাচনে সময় চেয়েছে ঢাকা। এক সঙ্গে একলাখ মুসল্লির ধারণ ক্ষমতাসম্পন্ন মসজিদটির নির্মাণ কাজ তিন বছরেই সম্ভব বলে জানিয়েছে ঢাকায় সফররত সৌদি আরবের একটি প্রতিনিধি দল। কয়েক বিঘা এলাকাজুড়ে নির্মিত হবে এই সুবিশাল মসজিদ। এটি নির্মাণে যত ব্যয় হবে তার পুরোটাই দিতেও সৌদি সরকার আগ্রহী। ধর্ম মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় কমিটির সচিব বজলুল হক হারুণ বলেছেন, যদি ঢাকায় জায়গা দেয়া সম্ভব হয়, তাহলেই সম্ভব এমন একটি মসজিদ তৈরি করা। বাংলাদেশ সরকার মসজিদটি নির্মাণের জন্য জমি নির্বাচন এবং আর্কিটেকচারাল ডিজাইন ও আনুষঙ্গিক খরচের বাজেট দিলে সৌদি আরব মসজিদ নির্মাণের সমুদয় অর্থ বহন করবে। এ ছাড়া সারাদেশে যে মডেল মসজিদ নির্মাণের প্রকল্প সেটার আর্থিক সহায়তার বিষয়েও আগামী এক মাসের মধ্যেই সৌদি আরবের চূড়ান্ত মতামত ও আনুষ্ঠানিক প্রস্তাব পাওয়া যাবে। যদি সৌদি সরকার টাকা নাও দেয় তাহলেও দেশের প্রতিটি জেলা উপজেলায় এগুলো নির্মাণ হবেই। রাজধানীর হোটেল রেডিসনে সোমবার রাতে দেশের প্রতিটি জেলা-উপজেলায় একটি করে মোট ৫৬০টি মডেল মসজিদ ও ইসলামিক কেন্দ্র স্থাপনের বিষয়ে সফররত সৌদি প্রতিনিধি দলের সঙ্গে বাংলাদেশ সরকারের প্রতিনিধি দলের দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে বাদশাহর নামে দেশের সর্ববৃহৎ মসজিদ নির্মাণে তাদের ইচ্ছার কথা জানান তারা। প্রধানমন্ত্রীর মুখ্য সচিবের নেতৃত্বে আলোচনায় অংশগ্রহণকারী নীতি-নির্ধারকরা ঢাকায় সর্ববৃহৎ মসজিদ নির্মাণে সৌদি সরকারের ইচ্ছা পূরণে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করবেন বলে জানান। ওই বৈঠকে অংশগ্রহণকারী প্রতিনিধি দলের একজন সদস্য দৈনিক জনকণ্ঠকে জানান, বৈঠকে প্রতিনিধি দলের সদস্যরা দেশের জেলা-উপজেলা পর্যায়ে মোট ৫৬০টি মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র স্থাপনের উদ্যোগের কথা জানিয়ে সৌদি প্রতিনিধি দলের সামনে একটি ভিডিও উপস্থাপন করেন। এ সময় তারা জানান, ইতোমধ্যেই সারাদেশে একই ধরনের ৫৬০টি মডেল মসজিদের নির্মাণ কাজ শুরু হয়ে গেছে। প্রাথমিকভাবে ৯টি মসজিদ নির্মিত হবে। ৫৬০টি মসজিদ নির্মাণে ব্যয় হবে ১৩ হাজার কোটি টাকা। বাংলাদেশ সরকার মসজিদ নির্মাণে সৌদি সরকারের আর্থিক সহায়তা কামনা করলে সৌদি প্রতিনিধি দলের সদস্যরা এ উদ্যোগেকে স্বাগত জানিয়ে মডেল মসজিদ নির্মাণে সাফল্য কামনা করেন। তারা ৫৬০টি মসজিদ নির্মাণে আর্কিটেকচারাল ডিজাইন ও সম্ভাব্য ব্যয় জানতে চান। তারা এক মাসের মধ্যে কত অনুদান দেবেন তা জানিয়ে দেন। তবে তারা এ মুহূর্তে রাজধানী ঢাকায় একটি বড় মসজিদ স্থাপন করতে আগ্রহী বেশি।
×