ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

মুক্তিযোদ্ধা কোটা বহালের দাবিতে নেত্রকোনায় মিছিল

প্রকাশিত: ২০:৫৪, ৩০ অক্টোবর ২০১৮

মুক্তিযোদ্ধা কোটা বহালের দাবিতে নেত্রকোনায় মিছিল

নিজস্ব সংবাদদাতা, নেত্রকোনা ॥ সরকারী চাকরিতে ৩০ ভাগ মুক্তিযোদ্ধা কোটা বহালসহ ১১ দফা দাবিতে আজ মঙ্গলবার নেত্রকোনায় মিছিল ও স্মারকলিপি পেশ করা হয়েছে। মুক্তিযুদ্ধ মঞ্চ’র নেত্রকোনা জেলা কমিটি এ কর্মসূচির আয়োজন করে। বেলা ১২টায় জেলা শহরের মোক্তারপাড়া এলাকায় অবস্থিত মুক্তিযোদ্ধা কমপ্লেক্স কার্যালয় থেকে মিছিল বের করা হয়। জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে তা শেষ হয়। পরে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি পেশ করেন সংগঠনের আহ্বায়ক ও মুক্তিযোদ্ধা নূরুল আমিন এবং সদস্য সচিব (মুক্তিযোদ্ধার সন্তান) গাজী মর্তুজা হোসেন কামাল। এ সময় মুক্তিযোদ্ধা শামছুজ্জোহা, এখলাছ আহমেদ কোরাইশী, আইয়ুব আলী, মুক্তিযোদ্ধার সন্তান আটপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান খায়রুল ইসলাম, খায়রুল ইসলাম বাবুল, জাহাঙ্গীর চৌধুরী প্রমুখসহ স্থানীয় মুক্তিযোদ্ধা এবং তাদের সন্তানরা উপস্থিত ছিলেন। স্মারকলিপিতে ৩০ ভাগ মুক্তিযোদ্ধা কোটা বহাল ছাড়াও জামাত-শিবির নেতা এবং যুদ্ধাপরাধীদের সন্তানের সরকারী চাকরিতে নিয়োগ না দেয়া, রাজাকারদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়ন, সরকারী চাকরির বয়সসীমা ৩৫ বছর নির্ধারণ, মুক্তিযোদ্ধা পরিবার সুরক্ষা আইন প্রণয়নসহ ১১টি দাবি তুলে ধরা হয়।
×