ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সঙ্গে রাজনীতির সংশ্লিষ্টতা নেই ॥ দুদক চেয়ারম্যান

প্রকাশিত: ০৮:৩৬, ৩০ অক্টোবর ২০১৮

সঙ্গে রাজনীতির সংশ্লিষ্টতা নেই ॥ দুদক চেয়ারম্যান

খালেদার দুর্নীতি মামলার রায়ের স্টাফ রিপোর্টার ॥ বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার দুর্নীতি মামলার রায়ের সঙ্গে রাজনীতির কোন সংশ্লিষ্টতা নেই জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ইকবাল মাহমুদ। সোমবার সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে জিয়া দাতব্য ট্রাস্টের তিন কোটি টাকা আত্মসাতের মামলায় বিএনপি চেয়ারপার্সনের সাত বছর জেল হওয়ার সঙ্গে কোন রাজনীতি আছে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। দুদক চেয়ারম্যান বলেন, এখানে রাজনীতির কিছু নেই। এখানে রাজনীতির কিছু আছে বলে আমি মনে করি না। আমরা মামলার কাগজপত্র দেখি, রাজনীতি দেখি না। তিনি বলেন দুদক মামলা করেছে, দুদকের প্রসিকিউশন টিম। তারা মামলা প্রমাণ করতে সক্ষম হয়েছে এবং বিজ্ঞ আদালত নিজের বিবেচনায় রায় দিয়েছেন। খালেদা জিয়াসহ অন্য আসামিদের সাত বছরের দণ্ড বিষয়ে ইকবাল মাহমুদ বলেন, বিজ্ঞ আদালত সাক্ষীসাপেক্ষে, প্রসিকিউশন টিমের সাক্ষী দেখে তার বিবেচনায় রায় দিয়েছেন। আমরা মামলা প্রমাণ করতে সক্ষম হয়েছি। তিনি বলেন, দুর্নীতি করলে বিচার হবে। দুর্নীতি করলে তদন্ত হবে, তদন্তের পর নিশ্চয়ই বিচার হবে।
×