ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

টি২০তে অসিদের হোয়াইটওয়াশ করল পাকিস্তান

প্রকাশিত: ০৬:৫৭, ৩০ অক্টোবর ২০১৮

টি২০তে অসিদের হোয়াইটওয়াশ করল পাকিস্তান

স্পোর্টস রিপোর্টার ॥ ১-০ তে টেস্ট জয়ের পর তিন ম্যাচের টি২০তে অসিদের ‘হোয়াইটওয়াশ’ করল পাকিস্তান। তৃতীয় ও শেষ ম্যাচে সরফরাজ আহমেদদের জয় ৩৩ রানে। দুবাইয়ে বাবর আজমের (৪০ বলে ৫০) ধুন্ধুমার হাফ সেঞ্চুরির সৌজন্যে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৫০ রান করে পাকিস্তান। জবাবে ১৯.১ ওভারে ১১৭ রানে অলআউট হয় এ্যারন ফিঞ্চের অস্ট্রেলিয়া। ৪ ওভার মাত্র ১৯ রান দিয়ে ৩ উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছেন পাকী লেগস্পিনার শাদাব খান। আর সিরিজসেরা বাবর আজম, প্রথম দুই ম্যাচে অপরাজিত ৬৮ ও ৪৫ রানের দারুণ দুটি ইনিংস খেলেন হার্ডহিটার এই ওপেনার। এ নিয়ে চলতি বছর টানা জয়ে নিজেদের রেকর্ডটাই ১৫-তে উন্নীত করল পাকিস্তান। সবকটি জয়ই এসেছে সরফরাজের নেতৃত্বে, এটিও রেকর্ড। দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে শাহিবজাদা ফারহানের সঙ্গে ৯৩ রানের জুটিতে দলকে দৃঢ় ভিতের ওপর দাঁড় করার বাবর। ৩৮ বলে ৩৯ রান করা ফারহানকে ফিরিয়ে শুরুর জুটি ভাঙেন নাথান লায়ন। ৪০ বলে ৫ চার ও ১ ছক্কায় ৫০ রান করা বাবরকে বোল্ড করে থামান এ্যান্ড্রু টাই। দুই ওপেনারের এনে দেয়া ভাল শুরু কাজে লাগাতে পারেনি পাকিস্তান। তবে ২০ বলে মোহাম্মদ হাফিজের অপরাজিত ৩২ আর ১২ বলে শোয়েব মালিকের ১৮ রান দলটিকে নিয়ে যান দেড় শ’ রানে। ১৯তম ওভারে বোলিংয়ে এসে ৬ রানে ২ উইকেট নেন অস্ট্রেলিয়ার মিচেল মার্শ। জবাবে আগের দুই ম্যাচে দারুণ বোলিং করে দলকে জয় এনে দেয়া ইমাদ ওয়াসিমের প্রথম ওভার থেকে দুটি করে ছক্কা-চারে ২০ রান নিয়ে অসিদের উড়ন্ত সূচনা এনে দেন এ্যালেক্স ক্যারি। তবে দলটির উল্টো পথে যাওয়ার শুরু পরের ওভার থেকে। ইনিংসের দ্বিতীয় ওভারে প্রতিপক্ষ অধিনায়ক এ্যারন ফিঞ্চকে ফেরান ফাহিম আশরাফ। ৯ বলে ২০ রান করা ক্যারিকে বিদায় করেন হাফিজ। প্রত্যাশিত ঝড় তুলতে পারেননি ক্রিস লিন। শাদাব খানের বলে ক্যাচ দিয়ে শেষ হয় তার ১৫ রানের ইনিংস। সিরিজে তৃতীয়বারের মতো রান আউট হয়ে থামেন বেন ম্যাকডারমট। শেষ সাত ব্যাটসম্যানের মধ্যে দুই অঙ্কে যান কেবল মার্শ। এক ছক্কায় তিনি ফিরেন ২৪ বলে ২১ করে। ১৫ বলে ১০ রান করা ডার্চি শর্টকে ফেরান উসমান খান। শেষের দিকে দ্রুত উইকেট হারানো অস্ট্রেলিয়া খেলতে পারেনি পুরো ২০ ওভার। আমিরাত এমনিতে পাকিস্তানের পয়মনন্ত ভেন্যু। হাতের মুঠোয় থাকা প্রথম টেস্ট ড্র করে হতাশ সরফরাজ বাহিনী দ্বিতীয়টিতে অসিদের উড়িয়ে দিয়েছিল। আর ৩-০ তে হোয়াইটওয়াশ করে বুুঝিয়ে দিল কেন তার টি২০ র‌্যাঙ্কিংয়ের এক নম্বর দল। হতাশ অসিরা ফিরল খালি হাতে।
×