ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

শেখ জামাল ২-১ নোফেল

ঘাম ঝরানো জয় শেখ জামালের

প্রকাশিত: ০৬:৫৭, ৩০ অক্টোবর ২০১৮

ঘাম ঝরানো জয় শেখ জামালের

স্পোর্টস রিপোর্টার ॥ নোয়াখালীর ‘নো’, ফেনীর ‘ফে’ আর লক্ষ্মীপুরের ‘ল’। এই তিনে মিলে ‘নোফেল’! পুরো নাম নোফেল স্পোর্র্টিং ক্লাব। চলতি মৌসুমে আরেকটি নবাগত ফুটবল ক্লাব, যারা কিনা এবার দলগঠন করেছে মাঝারি মানের। অথচ এমন দল নিয়েই সোমবার আরেকটু হলেই চমক সৃষ্টি করতে পারত তারা। কিন্তু পারেনি অল্পের জন্য, অভিজ্ঞতার অভাবে। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে তারা দিনের দ্বিতীয় ম্যাচে ২-১ গোলে হেরে গেছে তিনবারের শিরোপাধারী ‘বেঙ্গল ইয়োলোস’ খ্যাত বিগ বাজেটের দল শেখ জামাল ধানম-ি ক্লাবের কাছে। রূপাময় দেওয়ান পরিতোষের দলকে হারিয়ে শুভসূচনা করেছে জোসেফ আফুসির দল। গ্রুপ ‘ডি’তে বসুন্ধরা কিংসের সমান ৩ পয়েন্ট পেলেও গোল পার্থক্যে পিছিয়ে থাকায় পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে আছে শেখ জামাল। তারুণ্যনির্ভর দল নিয়ে জামালের বিপক্ষে সমানতালেই লড়াই করেছে নবাগত নোফেল। দুটি গোলই হয়েছে প্রথমার্ধের ইনজুরি সময়ে! প্রথমে গোল করে শেখ জামাল। স্বদেশী ফরোয়ার্ড সাইনে বোজাংয়ের কাছ থেকে বল পেয়ে চমৎকার শটে গোল করেন অধিনায়ক ও গাম্বিয়ান ফরোয়ার্ড সলোমন কিং ক্যানফর্ম (১-০)। এর দুই মিনিট পরেই (৪৫+৪ মিনিট) সমতা আনে নোফেল। জামাল গোলরক্ষক হোসেন সুজন নিজের পোস্ট ছেড়ে বেরিয়ে আসেন। ডান প্রান্ত দিয়ে তাকে কাটিয়ে গোল করেন গিনি ফরোয়ার্ড ইসমাইল বাঙ্গুরা (১-১)। বিরতির পরও সমানে সমানে লড়াই চলে। শেষ পর্যন্ত পার্থক্য গড়ে দেন সাখাওয়াত হোসেন রনি। ম্যাচের ৬০ মিনিটে সলোমনের কাছ থেকে পাস পান বদলি ফরোয়ার্ড রনি। তার নিঁখুত প্লেসিং শট খুঁজে নেয় নোফেলের জাল (২-১)। এরপর গোলের আরও কয়েকটি সুযোগ পান জামালের ফরোয়ার্ডরা। কিন্তু তা কাজে লাগাতে পারেননি তারা। পারেনি নোফেলও। ফলে ভাল খেলেও হারের আক্ষেপ নিয়ে মাঠ ছাড়তে হয় তাদের।
×