ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

প্যানাসনিক ওপেনে চ্যাম্পিয়ন ভারতের খালিন জোশি

আশা জাগিয়েও পারলেন না সিদ্দিকুর

প্রকাশিত: ০৬:৫৬, ৩০ অক্টোবর ২০১৮

আশা জাগিয়েও পারলেন না সিদ্দিকুর

স্পোর্টস রিপোর্টার ॥ পারলেন না সিদ্দিকুর রহমান। আশা জাগিয়েও শেষ পর্যন্ত এশিয়া ট্যুরের শিরোপা জিততে পারেননি বাংলাদেশের সেরা গলফার সিদ্দিকুর রহমান। রবিবার তাকে হতাশায় ডুবিয়ে প্যানাসনিক ওপেনের চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন ভারতের খালিন জোশি। এর ফলে রানারআপের তৃপ্তি নিয়েই টুর্নামেন্ট শেষ করতে হয় সিদ্দিকুর রহমানকে। দুর্ভাগ্য তার, খালিন জোশির বিপক্ষে শেষ হোলের লড়াইয়ে হার মানতে হয় সিদ্দিকুর রহমানকে। দিল্লী গলফ ক্লাব মাঠে রবিবার চতুর্থ রাউন্ডে চারটি বার্ডি ও একটি বোগি করেন সিদ্দিকুর। চার রাউন্ড মিলিয়ে পারের চেয়ে ১৬ শট কম খেলে হয়েছেন রানারআপ। চ্যাম্পিয়ন হওয়া খালিন জোসি চতুর্থ রাউন্ডে ছয় বার্ডি ও দুটি বোগি করেছেন। সব মিলিয়ে পারের চেয়ে ১৭ শট কম খেলেছেন তিনি। অবশ্য শেষ হোল পর্যন্ত পারের চেয়ে ১৬ শট কম ছিল দুজনেরই। উল্লেখ্য, চার লাখ ডলার প্রাইজমানির এই টুর্নামেন্টের প্রথম রাউন্ডে পাঁচটি বার্ডি করে অন্য এক প্রতিযোগীর সঙ্গে যৌথভাবে দ্বিতীয় স্থানে থাকা সিদ্দিকুর দ্বিতীয় রাউন্ডে আট বার্ডি ও দুটি বোগি করে এককভাবে শীর্ষে উঠে এসেছিলেন। তৃতীয় রাউন্ডে চার বার্ডি ও দুটি বোগি করে সব মিলিয়ে পারের চেয়ে ১৩ শট কম খেলে জোশির সঙ্গে যৌথভাবে শীর্ষে ছিলেন সিদ্দিকুর। কিন্তু চতুর্থ রাউন্ডে জোশির সঙ্গে আর পেরে ওঠেননি তিনি। সিদ্দিকুর রহমান শেষবার এশিয়ান ট্যুরের শিরোপা জিতেছেন ২০১৩ সালে। ওই বছরের ইন্ডিয়ান ওপেনে সেরা হয়েছিলেন বাংলাদেশের এই গলফার। টুর্নামেন্টের রানারআপ হয়েও সন্তুষ্ট সিদ্দিকুর রহমান। এ প্রসঙ্গে প্রতিযোগিতার শেষে নিজের অভিমত প্রকাশ করতে গিয়ে ৩৩ বছর বয়সী সিদ্দিকুর বলেন, ‘ফলাফল নিয়ে আমি খুব খুশি। টুর্নামেন্টের শুরু থেকেই আমি শিরোপার জন্য লড়াই করেছি। সেজন্য গর্বিত।’ এদিকে, ক্যারিয়ারের প্রথম এশিয়ান ট্যুর শিরোপা জিতে দারুণ রোমাঞ্চিত খালিন জোশি। এ প্রসঙ্গে ভারতের এই গলফার বলেন, ‘এই অনুভূতিটা সত্যিই দারুণ। সিদ্দিকুর কী করছে সেটা নিয়ে আমি মোটেও ভাবছিলাম না বরং আমি সবসময়ই নিজের সেরাটা খেলার চেষ্টা করেছি। শুরু থেকেই আমি চেয়েছিলাম কীভাবে নিজের সেরাটা বের করে আনা যায়। আমার বিশ্বাস সেই চেষ্টাটাই কাজে লেগেছে।’ ২০১০ সালে ব্রুনাই ওপেনে শিরোপা জিতেছিলেন সিদ্দিকুর।
×