ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

ম্যানচেস্টার ইউনাইটেড ও চেলসির জয়

প্রকাশিত: ০৬:৫৬, ৩০ অক্টোবর ২০১৮

ম্যানচেস্টার ইউনাইটেড ও চেলসির জয়

স্পোর্টস রিপোর্টার ॥ ইংলিশ প্রিমিয়ার লীগে দুই জায়ান্ট ম্যানচেস্টার ইউনাইটেড ও চেলসি জয় পেলেও ধাক্কা খেয়েছে আর্সেনাল। রবিবার রাতে অনুষ্ঠিত ম্যাচে ম্যানইউ ২-১ গোলে এভারটনকে ও চেলসি ৪-০ গোলে হারিয়েছে বার্নলিকে। টানা ১১ জয়ের পর ক্রিস্টাল প্যালেসের মাঠে ২-২ গোলে ড্র করে ফিরেছে আর্সেনাল। বড় জয়ে পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে উঠে এসেছে চেলসি। ২৪ পয়েন্ট ভা-ারে ব্লুজদের। ২২ পয়েন্ট নিয়ে আর্সেনাল চারে ও ১৭ পয়েন্ট নিয়ে ম্যানইউর অবস্থান চারে। ২৬ পয়েন্ট নিয়ে সবার উপরে লিভারপুল। ফরাসী দুই তারকা পল পোগবা ও এ্যান্থোনিও মার্শিয়ালের নৈপুণ্যে এভারটনকে হারিয়ে জয়ে ফিরেছে ইউনাইটেড। ওল্ডট্রাফোর্ডে ম্যাচের ২৭ মিনিটে এগিয়ে যায় স্বাগতিকরা। মার্শিয়াল প্রতিপক্ষের ডি বক্সে ফাউলের শিকার হলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। পোগবার স্পট কিক ঝাঁপিয়ে রুখে দেন এভারটন গোলরক্ষক জর্ডান পিকফোর্ড। তবে ফিরতি বল ডান পায়ের শটে জালে পাঠান ফরাসী মিডফিল্ডার পোগবা। বিরতির পর ৪৯ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন মার্শিয়াল। পোগবার পাস ডি বক্সের ঠিক বাইরে পেয়ে প্রথম ছোঁয়ায় বাঁকানো শটে জাল খুঁজে নেন ফরাসী এই ফরোয়ার্ড। ৭৭ মিনিটে সফল স্পট কিকে ব্যবধান কমিয়ে লড়াইয়ের আভাস দিয়েছিলেন আইসল্যান্ডের মিডফিল্ডার গিলফি সিগুর্ডসন। তবে শেষ পর্যন্ত জয় নিয়েই মাঠ ছাড়ে রেড ডেভিলসরা। ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে পিছিয়ে পড়া আর্সেনাল দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়িয়ে দারুণ জয়ের সম্ভাবনা জাগিয়েছিল। কিন্তু শেষদিকে গোল খেয়ে পয়েন্ট হারিয়েছে উনাই এমেরির দল। টানা ১১ জয়ের আত্মবিশ্বাস নিয়ে মাঠে নামা আর্সেনাল ম্যাচের ১৫ মিনিটে গোল খেতে বসেছিল। তবে উইলফ্রেড জাহার শট পোস্টে লেগে সে যাত্রায় বেঁচে যায় গানার্সরা। আর্সেনাল প্রথম উল্লেখযোগ্য সুযোগটি পায় ২৫ মিনিটে। কিন্তু সেটা কাজে লাগাতে পারেননি স্প্যানিশ ডিফেন্ডার হেক্টর বেইয়েরিন। প্রথমার্ধের যোগ করা সময়ে সার্বিয়ার মিডফিল্ডার লুকা মিলিভয়েভিচের সফল স্পট কিকে এগিয়ে যায় স্বাগতিক ক্রিস্টাল প্যালেস। সেনেগালের মিডফিল্ডার শেকু কুইয়াত ডি বক্সে ফাউলের শিকার হলে পেনাল্টিটি পায় তারা। বিরতির পর ৫১ মিনিটে সুইস মিডফিল্ডার গ্রানিট জাকার দারুণ ফ্রিকিকে সমতায় ফেরে আর্সেনাল। ডি বক্সের মাথা থেকে তার শটে গোলরক্ষকের হাত ছুঁয়ে জালে জড়ায়। ৫৬ মিনিটে ডান দিক থেকে আসা ক্রসে বল গোলমুখে পেয়ে টোকায় দলকে এগিয়ে নেন পিয়েরে-এমেরিক আউবামেয়াং। দারুণ ক্ষিপ্রতায় বল ঠেকিয়েছিলেন গোলরক্ষক। কিন্তু তার আগেই গোললাইন পেরিয়ে যাওয়ায় গোলের বাঁশি বাজান রেফারি। ম্যাচের ৮৩ মিনিটে আরেকটি পেনাল্টি থেকে গোল করে মূল্যবান এক পয়েন্ট নিশ্চিত করেন মিলিভয়েভিচ। চেলসির বিপক্ষে ঘরের মাঠে শুরুতে উজ্জীবিত ফুটবল খেলে বার্নলি। তবে নিজেদের গুছিয়ে নিতে খুব বেশি সময় নেয়নি অতিথিরা। ১২ মিনিটে বার্কলের ক্রসে আলভারো মোরাতার হেড দারুণ দক্ষতায় এক হাতে ফিরিয়ে দেন ইংলিশ গোলরক্ষক জো হার্ট। নয় মিনিট পর আবারও এগিয়ে যেতে পারত চেলসি। বাঁ দিক থেকে ডি বক্সে ঢুকে ব্রাজিলিয়ান মিডফিল্ডার উইলিয়ানের নেয়া কোনাকুনি শট হার্টকে পরাস্ত করলেও ডান দিকের পোস্টে লেগে ফেরে। পরের মিনিটেই দলকে এগিয়ে নেন মোরাতা। বার্কলের ডিফেন্স চেরা পাসে ডান পায়ের শটে লক্ষ্যভেদ করেন স্প্যানিশ এই ফরোয়ার্ড। বিরতির আগে গোলরক্ষককে একা পেয়ে মোরাতা গোল করতে ব্যর্থ হলে ব্যবধান বাড়াতে পারেনি চেলসি। বিরতির পর ৫৭ মিনিটে এনগোলো কন্টের পাসে বল পেয়ে প্রায় ২২ গজ দূর থেকে কোনাকুনি শটে ব্যবধান দ্বিগুণ করেন বার্কলে। পাঁচ মিনিট পর আরেকটি দূরপাল্লার গোলে দলের জয় অনেকটাই নিশ্চিত করে ফেলেন উইলিয়ান। দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে চতুর্থ গোলটি আসে লোফ্টাস চিকের পা থেকে। কর্নার থেকে মার্কোস আলোনসোর ব্যাক হিল বার্নলি ডিফেন্ডাররা বিপদমুক্ত করতে ব্যর্থ হলে ডি বক্সের ভেতর থেকে বল জালে জড়ান ইংলিশ মিডফিল্ডার।
×