ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বর্ণবাদী হামলায় শহীদ আলতাব আলীর নামে লন্ডনে বাসস্টপ

প্রকাশিত: ০৬:৩৭, ৩০ অক্টোবর ২০১৮

বর্ণবাদী হামলায় শহীদ আলতাব আলীর নামে লন্ডনে বাসস্টপ

জনকণ্ঠ ডেস্ক ॥ বর্ণবাদবিরোধী আন্দোলনের শহীদ বাংলাদেশী আলতাব আলীর নামে স্থানীয় একটি বাসস্টপের নামকরণের সিদ্ধান্ত নিয়েছে লন্ডন ট্রান্সপোর্ট কর্তৃপক্ষ (টিএফএল)। পূর্ব লন্ডনের আলতাব আলী পার্ক সংলগ্ন হোয়াইট চ্যাপেল রোডের অডলার স্ট্রিট বাসস্টপটি এখন থেকে অডলার স্ট্রিট আলতাব আলী পার্ক বাসস্টপ হিসেবে পরিচিত হবে। -খবর ওয়েবসাইটের ১৯৭৮ সালে শহীদ হবার ৪০ বছর পর আলতাব আলীর নামে বাসস্টপটির নামকরণের ঘোষণা এলো। এর আগে লন্ডনের এ্যাসেম্বলি মেম্বার উমেশ দেশাই গত আগস্টে লন্ডনের ট্রান্সপোর্ট প্রধানদের সিটি হলে অনুষ্ঠিত সভায় এই নামকরণের প্রস্তাব দেন। উমেশ দেশাই বলেন, ‘ব্রিটেনে বর্ণবাদের বিরুদ্ধে আলতাব আলীর অবদান কখনও ভুলবার নয়।’ পূর্ব লন্ডনের প্রবীণ লেবার পার্টির নেতা ও আলতাব আলী স্মৃতি রক্ষা আন্দোলনের অন্যতম সংগঠক লোকমান উদ্দীন বলেন, আলতাব আলী মেমোরিয়াল ট্রাস্ট, টাওয়ার হ্যামলেটস কাউন্সিলসহ বিভিন্ন সংগঠন আলতাব আলীর স্মৃতি রক্ষায় কাজ করে যাচ্ছে।
×