ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

রাজধানীতে পৃথক দুর্ঘটনায় ২ নারীসহ নিহত তিনজন

প্রকাশিত: ০৬:৩৬, ৩০ অক্টোবর ২০১৮

রাজধানীতে পৃথক দুর্ঘটনায় ২ নারীসহ নিহত তিনজন

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় দুই নারীসহ তিনজন নিহত হয়েছেন। সোমবার সকালে পান্থপথের স্কয়ার হাসপাতালের সামনের সড়কে এ্যাম্বুলেন্স চাপায় শিল্পী আক্তার (৩৫) নামে এক গৃহকর্মী মারা গেছেন। নিহত শিল্পীর স্বামী নেকাব্বর আলী। বাড়ি ময়মনসিংহের ধুবাউড়ার হাজলপাড়া গ্রামে। থাকতেন পশ্চিম রাজাবাজার ঢালিবাড়ি এলাকায়। স্কয়ার হাসপাতালের সামনের রাস্তা পার হতে গিয়ে দ্রুতগামী এ্যাম্বুলেন্স চাপায় তিনি গুরুতর আহত হন। উদ্ধার করে ঢাকা মেডিক্যালে চিকিৎসাধীন শিল্পী সকাল সাড়ে নয়টার দিকে মারা যায়। শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিজি বিশ্বাস জানান, দুর্ঘটনার পর চালক এ্যাম্বুলেন্স রেখে পালিয়েছে। এ্যাম্বুলেন্স আটক করা হয়েছে। চালককে গ্রেফতারে অভিযান চলছে। রবিবার গভীর রাতে শনির আখড়ায় ব্রিজের ঢালে গাড়ি চাপায় এক নারীসহ দু’জন নিহত হয়েছেন। শনিবার রাত সাড়ে এগারোটার দিকে শনির আখড়া ব্রিজের ঢালে এক নারী ও এক পুরুষকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। তাদের উদ্ধার করে ঢাকা মেডিক্যালের জরুরী বিভাগে আনা হয়। এ সময় কর্তব্যরত চিকিৎসক অজ্ঞাত (৪৫) পুরুষকে মৃত ঘোষণা করেন। আর রাত দেড়টার দিকে চিকিৎসাধীন আহত নারী মানসুরা আক্তারের মৃত্যু ঘটে। জানতে পেরেছি, একটি মাইক্রোবাসের ধাক্কায় তারা গুরুতর আহত হয়েছে। ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির এসআই বাচ্চু মিয়া জানান, মৃত নারীর সঙ্গে থাকা মোবাইল ফোনের মাধ্যমে জানা গেছে, নিহত নারীর নাম মানসুরা আক্তার (২৫)। তার বাবার নাম মুনিরুজ্জামান। বাড়ি কুমিল্লার দাউদকান্দি থানার ধলেশ্বরে। তবে অজ্ঞাত পুরুষের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। অজ্ঞান পার্টির খপ্পরে এক রিক্সাচালকের মৃত্যু ॥ কামরাঙ্গীরচরে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে আলামিন (৬০) নামে এক রিক্সাচালকের মৃত্যু হয়েছে। তার বাবা মৃত কান্দুয়া। বাড়ি লালমনিরহাটে। কামরারঙ্গীচর নার্সারি গলির সুলতান মহাজনের রিক্সার গ্যারেজে থাকতেন আলামিন। তিনি জানান, রবিবার রিক্সা নিয়ে বের হন। রাতে সময়মতো গ্যারেজে না ফেরায় রাত সাড়ে বারোটার দিকে কসাইগলি চিনিবাড়ির মোড়ে তাকে অচেতন অবস্থায় আলামিনকে উদ্ধার করে গ্যারেজে আনা হয়। সেখানে তেঁতুলপানি খাওয়ানো হয়। উত্তরায় ওয়াশিং কারখানায় বিস্ফোরণে দগ্ধ ২ ॥ রবিবার রাত দেড়টার দিকে উত্তর বাড্ডায় একটি ওয়াশিং কারখানায় বিস্ফোরণে বুলবুল (২৫) ও শুভ (১৮) নামে দুই কর্মচারী দগ্ধ হয়। মারাত্মক দগ্ধ অবস্থায় উদ্ধার করে তাদের ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়।
×